১৮ অগস্ট টেকনিশান স্টুডিয়োতে জমায়েত করে আরজি কর হাসপাতাল পর্যন্ত যাওয়ার কথা ঘোষণা করেছেন টলিপাড়ার তারকারা। সকলের দাবি তিলোত্তমার অস্বাভাবিক মৃত্যুর ন্যায় বিচার চাই। রবিবার বিকালে টালিগঞ্জের স্টুডিয়োয় একত্রিত হওয়ার কথা তাঁদের। এই একই ঘটনায় পথে নেমেছেন পাশাপাশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে আইনজীবী, নাট্য ব্যক্তিত্ব এমনকী যৌনকর্মীরাও। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোতো রয়েছেই।
এই ঘটনাতেই একটি বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। ১৮ থেকে ২৪ পর্যন্ত তারিখ পর্যন্ত আরজি কর সংলগ্ন কোনও জায়গায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। তাহলে রবিবার শিল্পীদের এই জমায়েতের ভবিষ্যত্ কী? সূত্র বলছে, বৃষ্টির জন্য খুব বেশি জন ভিড় করবেন বলে মনে হয় না। তবে কেউ কেউ নিশ্চয়ই যাবেন। শ্যামবাজার পর্যন্ত যাওয়া সম্ভব হলে ততটুকুই যাবে। যত দূর যাওয়া সম্ভব তাঁরা তত দূর যাবেন।
এ প্রসঙ্গে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় অপরাজিতা আঢ্যর সঙ্গে। তিনি বলেন,”আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাড়িতে খুবই সমস্যা হয়েছে তাই হাওড়ায় তো যেতেই হবে। কলকাতা পুলিশের তরফে যে নিষধাজ্ঞা জারি করা হয়েছে এবং যা বৃষ্টি হচ্ছে, যদি বেশি ক্ষণ ধরে চলে তাহলে নিশ্চয়ই যাবার চেষ্টা করব।” অন্দরের খবর কোনও পুলিশি নিষেধাজ্ঞাতেই নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে রাজি নন অভিনেতা পরিচালকেরা।
TV9 বাংলাকে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন,”যাব তো অবশ্যই। সবাই একে একে আসা শুরু করেছেন। দেখি কত দূর যাওয়া যায়।” অন্য দিকে অঙ্কুশ বলেন,”গন্তব্যটা গুরুত্বপূর্ণ নয়। এ সময় গিয়ে দাঁড়ানোটাই দরকার। যাই হোক কেন আমরা তো যাবই। আগে টেকনিশিয়ানে গিয়ে দেখা করি। তার পর যতটা যাওয়া যাবে ততটাই যাব।” পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কণ্ঠেও একই সুর। আরজি কর পর্যন্ত না পৌঁছতে পারলেও কোনও পরোয়া নেই তাঁদের। শুধু তিলোত্তমার এই ঘটনার ন্যায় বিচার পাওয়ার জন্য যত দূর যাওয়া প্রয়োজন ততদূরই যাবেন।