
বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘পরশুরাম’ ৭.৫ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। একই সঙ্গে বেঙ্গল টপার ‘রাঙামতি তিরন্দাজ’। ৭ জুন সন্ধে সাতটা থেকে এই ধারাবাহিকের মহাপর্ব আছে। তাই এখন দর্শকের নজর থাকবে এই ধারাবাহিকের দিকে, তা আঁচ করা যায়।
এরপর রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকের ১০০০ পর্ব সম্পূর্ণ হল সম্প্রতি। তার রেটিং ৬.৯। এবার তৃতীয় ‘পরিণীতা’। ৬.৮ রেটিং পেয়েছে। ১৩বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। ৬.৫ পেয়ে ‘ফুলকি’ রয়েছে চার নম্বর জায়গায়। ‘চিরসখা’ উঠে এসেছে পাঁচ নম্বর জায়গায়। তাদের দখলে ৬.৪। এবার প্রথম পাঁচে নেই ‘কথা’ আর ‘চিরদিনই তুমি যে আমার’। ‘গৃহপ্রবেশ’-এর রেটিং ৬।
কোন-কোন ধারাবাহিকের রেটিং সবচেয়ে কম? ‘বুলেট সরোজিনী’-র রেটিং ১.৮। ‘আনন্দী’-র রেটিং ২.৪। সেটাকে রাত সাড়ে ন’টায় দেখানোর পরিকল্পনা করা হয়েছে। ‘তেঁতুলপাতা’-র রেটিং ২.৫। ‘তুই আমার হিরো’-র রেটিং থমকেছে ৩.১-এ। ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের রেটিং ৩.৯। ‘শুভ বিবাহ’ ধারাবাহিকের রেটিং ২.৫। এই ছ’টা ধারাবাহিকের রেটিং সবচেয়ে কম হওয়ার কারণে, সেগুলো যে বন্ধ হতে পারে, তা আঁচ করা যায়। ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গিয়েছে। ৬ রেটিং ধরে রাখতে হিমশিম খাচ্ছে কিছু ধারাবাহিক।
এদিকে ‘মিঠাই’-এর মতো ধারাবাহিক ১২.৫ রেটিং ছুঁয়ে ফেলেছিল। যে কারণে তিন-চারমাসে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক ধারাবাহিকের শুটিং। সামনে পাঁচটা নতুন ধারাবাহিক আসছে বাংলার দুই নামী বিনোদন চ্যানেলে। কোন-কোন ধারাবাহিক বন্ধ হবে সেই কারণে, তা দেখার অপেক্ষা।