
টেকনিশিয়ানদের ফেডারেশন আর পরিচালকদের একাংশের মতবিরোধ এখন টলিপাড়ার পুরোনো খবর। ফেডারেশনের কিছু পদক্ষেপের বিরুদ্ধে কিছু পরিচালক প্রতিবাদ করে আইনি পথে হেঁটেছেন। যার মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যর মতো পরিচালকরা রয়েছেন। এই ব্যাপারে আদালতের তরফে নির্দেশ এসেছে, একটি কমিটি গঠন করার জন্য, যাঁরা দু’ পক্ষের সুবিধা নিশ্চিত করতে পারবে আদালতে। রাজ্য সরকারের সম্মতিতেই এমন একটা কমিটি গঠনের নির্দেশ এসেছে।
সম্ভাব্য কমিটিতে কোন-কোন নাম থাকতে পারে? পরিচালকদের তরফে কিছু অভিনেতা-পরিচালকের নামের প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল টলিপাড়ায়। তাঁরা বেশিরভাগই বাঙালি হলেও, শহরে থেকে কাজ করেন না। আবার টেকনিশিয়ানদের তরফে যেসব নামের প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, দেব, জিত্, শ্রীকান্ত মোহতার মতো বিভিন্ন নাম রয়েছে বলেও শোনা গিয়েছে। তবে এমন কিছুই ঘোষণা করা হয়নি।
এর মধ্যে প্রযোজক রাণা সরকার আদালতের দ্বারস্থ হলেন। যেহেতু তিনি একজন প্রযোজক, এবং পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীদের একটি কাজে নিয়োগ করার সঙ্গে সরাসরি যুক্ত, সেই কারণে এই ব্যাপারে তাঁর মতামত জানানো জরুরি বলে মনে করেছেন। প্রযোজকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টির সত্যতা স্বীকার করেন। তবে এই বিষয়ে বিস্তারিত বলতে চাননি। প্রযোজকের আইনজীবী আর্য ভট্টাচার্য TV9 বাংলাকে জানালেন, ”যেহেতু রাণা সরকার একজন প্রযোজক, এই ব্যাপারে তাঁর কিছু মতামত রয়েছে। কমিটিতে কারা থাকছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সে কারণেই এই ব্যাপারে আইনি পদক্ষেপ করা হয়েছে।” ফেডারেশন বনাম পরিচালকদের লড়াইয়ে, রাণা সরকারের এই পদক্ষেপ কোনও নতুন মোড় আনে কিনা, তা দেখার অপেক্ষা।