বড়দিনে কোন তিনটে বাংলা ছবি মুক্তি পাবে?

দুর্গাপুজোর সময়ে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। কোন ছবি কতগুলো শো পাবে, তা নিয়ে মতবিরোধ দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রির মধ্যে। মোটের উপর এতে বাংলা ছবির ব্যবসার ক্ষতি হচ্ছে, সে চর্চা রয়েছে টলিপাড়ায়। তাই বাংলা ছবির ফিল্ম স্ক্রিনিং কমিটি এবার বড় সিদ্ধান্ত নিল। কয়েক দিন আগে একটা মিটিং হয়েছিল।

বড়দিনে কোন তিনটে বাংলা ছবি মুক্তি পাবে?

| Edited By: Bhaswati Ghosh

Oct 26, 2025 | 2:52 PM

দুর্গাপুজোর সময়ে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। কোন ছবি কতগুলো শো পাবে, তা নিয়ে মতবিরোধ দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রির মধ্যে। মোটের উপর এতে বাংলা ছবির ব্যবসার ক্ষতি হচ্ছে, সে চর্চা রয়েছে টলিপাড়ায়। তাই বাংলা ছবির ফিল্ম স্ক্রিনিং কমিটি এবার বড় সিদ্ধান্ত নিল। কয়েক দিন আগে একটা মিটিং হয়েছিল।

মিটিং শেষে ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত TV9 বাংলাকে জানিয়েছিলেন, ”সকল প্রযোজকের উপস্থিতিতে আলোচনা করে এটাই ঠিক হয়েছে যে বড়দিনে তিনটে বাংলা ছবি মুক্তি পাবে। কোন তিনটে বাংলা ছবি মুক্তি পাবে, বাকি ছবিগুলো কোন তারিখ মুক্তি পাবে, তা ঠিক হবে আগামী মিটিংয়ে।”

রবিবার ইমপা-তে হলো মিটিং। সেখানে ঠিক হয়েছে, অতনু রায়চৌধুরী আর দেবের প্রযোজনায় ‘প্রজাপতি টু’ আসছে বড়দিনে। তার সঙ্গে মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি সিরিজের নতুন ছবি। নিশপাল সিংয়ের প্রযোজনায় অরিন্দম শীলের পরিচালনায় ছবিটি আসছে। সদ্য মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত ‘স্বার্থপর’। সেই ছবি দারুণ লাগছে দর্শকদের। তৃতীয় ছবি কোনটি? এসভিএফ যে দু’টি ছবির প্রযোজনার সঙ্গে জড়িয়ে আছে, তার মধ্যে একটা ছবি মুক্তি পাবে। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের নতুন ছবি মুক্তি পাবে। বা এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাবে। আগামী দুই দিনের মধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

সূত্রের খবর, ”উইন্ডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিটা মুক্তি পাবে ২৩ জানুয়ারি। সেই সঙ্গে এসভিএফ-এর প্রযোজনায় একটা ছবি আসবে। এর সঙ্গে ২৩ জানুয়ারি যে তিনটে বাংলা ছবি মুক্তির কথা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটাই ছবি আসতে পারবে ওই তারিখে। অঙ্কুশ-ঐন্দ্রিলা সেন জুটির ছবি আসার কথা। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘হোক কলরব’ ছবিটাও আসার কথা। সঙ্গে আছে অরিন্দম শীলের পরিচালনায় ‘কর্পূর’। এখন ২৩ জানুয়ারি এর মধ্যে কোন ছবিগুলো আসে, সেদিকেও নজর থাকবে।