AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হন চূড়ান্ত অপমানিত, অনুপমের বিয়ের দিন কী করলেন পিয়া? 

Anupam Roy: ওই দিন পিয়া কী করেন, সে দিকে প্রায় নজর ছিল সকলেরই। না, প্রাক্তনের রিসেপশনে যাননি তিনি। ঠিক যেমন তাঁর শুভদিনে হাজির ছিলেন না অনুপম। বরং, শনিবার তাঁর কেটেছে পোষ্যর সঙ্গে। আর কেটেছে ভালবাসার মানুষ অর্থাৎ পরমব্রতের সঙ্গে।

হন চূড়ান্ত অপমানিত, অনুপমের বিয়ের দিন কী করলেন পিয়া? 
অনুপমের বিয়ের দিন কী করলেন প্রাক্তন?
| Edited By: | Updated on: Mar 03, 2024 | 6:14 PM
Share

পিয়া চক্রবর্তীকে বিগত বেশ কিছু মাস ধরে চিনে গিয়েছেন রাজ্যবাসী। তিনি সমাজকর্মী, এই পরিচয় ব্যতিরেকে মুখ্য হয়ে উঠেছে গায়ক অনুপম রায়ের সঙ্গে একদা বিবাহসূত্রে আবদ্ধ ছিলেন তিনি। অনুপমের পরিচিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে পিয়া বিয়ে করার ‘অপরাধে’ এ যাবৎ কম সমালোচনা শুনতে হয়নি তাঁকে। পিয়ার প্রাক্তন স্বামী অনুপম রায় বিয়ে করেছেন সদ্য। ২ মার্চ অনুষ্ঠিত হয়েছে তাঁর রিসেপশন।

ওই দিন পিয়া কী করেন, সে দিকে প্রায় নজর ছিল সকলেরই। না, প্রাক্তনের রিসেপশনে যাননি তিনি। ঠিক যেমন তাঁর শুভদিনে হাজির ছিলেন না অনুপম। বরং, শনিবার তাঁর কেটেছে পোষ্যর সঙ্গে। আর কেটেছে ভালবাসার মানুষ অর্থাৎ পরমব্রতের সঙ্গে। ইনস্টাগ্রামে ঘরোয়া মেজাজে পরম ও পোষ্যের ছবি শেয়ার করে নিয়েছেন পিয়া। লিখেছেন, “পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি”।

গত এক বছর ধরে প্রণয়ের পর বিয়ে করেছেন অনুপম। তাঁর স্ত্রী প্রশ্মিতাও সঙ্গীতশিল্পী। অনুপমের সঙ্গে বেশ কয়েকটি গান আছে তাঁর। ১ মার্চ অনুষ্ঠিত হয়েছে তাঁদের আইনি বিয়ে। আর ২ মার্চ ছিল রিসেপশন। হাজির ছিলেন লোপামুদ্রা মিত্র থেকে শুরু করে জয় সরকার, অনিন্দ্য-উপলরা। ছিমছাম ভাবে অনুষ্ঠিত হয়েছে সেই বিয়ের অনুষ্ঠান। অনুপম পরেছিলেন লোপামুদ্রার ডিজাইন করা পাঞ্জাবি। অন্যদিকে প্রশ্মিতা পরেছিলেন বেনারসী। বিয়ের ছবি শেয়ার করে অনুপম লিখেছিলেন, “নতুন শুরু”। না, খুব একটা নিন্দিত হতে দেখা যায়নি তাঁকে। অনুপম ও প্রশ্মিতার এই নতুন শুরুকে সাদরে গ্রহণ করেছেন আমজনতাও।