বনিকে ‘অর্ডার’ করার স্বাধীনতা দিই: কৌশানী

Bhaswati Ghosh | Edited By: জয়িতা চন্দ্র

Mar 23, 2025 | 2:02 PM

Relationship Gossip: একজন-অন‍্যজনের পাশে রয়েছেন সব সময়ে। একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েছিলেন কৌশানী। আবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বনি। প্রেমিক-প্রেমিকার রাজনৈতিক মত তখন আলাদা ছিল।

বনিকে অর্ডার করার স্বাধীনতা দিই: কৌশানী

Follow Us

বনি সেনগুপ্ত আর কৌশানী মুখোপাধ‍্যায়ের প্রেম চলছে বহুদিন। বাড়ি চলে কার শাসনে? এমন প্রশ্ন করতেই দু’ জনে বলেন, ‘বাকি সকলের বাড়িতে কী হয়? তা হলে বুঝে নিন’। মানে মজা করে তাঁরা বলতে চাইলেন বাড়িতে কৌশানীর কথাই শেষ কথা। তারপর অবশ‍্য কৌশানী যোগ করলেন, ‘আপনারা কী ভাবছেন, বনিকে খাবার অর্ডার করতে দিই না আমি? আপনারা কী ভাবেন, আমি ওর গলার মধ‍্যে আটকে থাকি? বিষয়টা একদম ওরকম নয়’! তবে বনিকে খাবার অর্ডার করতে দিলেও তিনি নাকি কৌশানীর মুখের দিকে তাকিয়ে থাকেন।

আবার বনির দাবি, খাবার অর্ডার করলে, সেটা নিয়ে কৌশানীর অনেক বক্তব‍্য থাকে। এরপর কৌশানী বলেন, বনির একটা সিংহের রূপ আছে, যেটা মিডিয়ার সামনে দেখায় না। বনি তখন মজা করে বলেন, ওটা ছোট সিংহ। মানে কৌশানী বলতে চাইলেন, বাড়িতে তাঁর সব কথাই বনি শুনে চলেন এরকম নয়। মাঝে-মাঝে বনি রাগ দেখান। আসলে জুটিতে এমন খুনসুটি করেই দিন কাটাচ্ছেন তাঁরা।

একজন-অন‍্যজনের পাশে রয়েছেন সব সময়ে। একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েছিলেন কৌশানী। আবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বনি। প্রেমিক-প্রেমিকার রাজনৈতিক মত তখন আলাদা ছিল। তবে প্রেম কমেনি। তাঁদের বিয়ের দিন এখনও ঠিক হয়নি। সব কিছু প্ল‍্যান করতে কিছুটা সময় লাগছে। কিন্তু প্রেম যে কমেনি, তার প্রমাণ এমন খুনসুটি।