‘জয় মিটমিটে, আমার ইমেজটা খুব খারাপ’, সৌরভের সামনে আক্ষেপ লোপার

Lopamudra-Jay Relation: সাধারণত লোপামুদ্রা ভীষণ কথা বলতে পছন্দ করেন, তাঁর মজার মজার মন্তব্য দর্শকদের মন ছুঁয়ে যায় বারবার। অন্যদিকে জয় সরকার একেবারে শান্ত মানুষ। দাদাগিরির মঞ্চে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় মজা করে এই মন্তব্য করেন লোপামুদ্রাকে নিয়ে।

'জয় মিটমিটে, আমার ইমেজটা খুব খারাপ', সৌরভের সামনে আক্ষেপ লোপার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2024 | 2:12 PM

জয় সরকার ও লোপামুদ্রা মিত্র, গানের জগতে এই দম্পত্তির দাপট বরাবরই সকলের নজর কেড়ে এসেছে। দাদাগিরির মঞ্চও তাই ব্যতিক্রমী হল না। সাধারণত লোপামুদ্রা ভীষণ কথা বলতে পছন্দ করেন, তাঁর মজার মজার মন্তব্য দর্শকদের মন ছুঁয়ে যায় বারবার। অন্যদিকে জয় সরকার একেবারে শান্ত মানুষ। দাদাগিরির মঞ্চে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় মজা করে এই মন্তব্য করেন লোপামুদ্রাকে নিয়ে। তাঁর কথায়, ‘খুব শান্ত মানুষ। বাড়িতেও শান্ত।’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই কথা শুনে জয় সরকার হাসি মুখে উত্তর দিলেন, ‘শুনে খুব ভাল লাগল। বেশ ভাল কথা। শান্ত মানুষ। স্বপ্নে দেখা যায়, বাস্তবে নয়।’ সৌরভ পাল্টা বললেন, ‘ও শান্ত নয়? তবে জয় শান্ত।’

এবার মুখ খুলতে দেখা যায় লোপামুদ্রাকে। হাসতে হাসতে বললেন, ‘হম খুব শান্ত। মিটমিটে।’ জয় প্রসঙ্গে লোপাকে এদিন বলতে শোনা যায়, ‘খুব ভাল। এত ভাল, এত কথা শোনে, এমন মডেল পাওয়া খুব মুশকিল।’ ২৩ বছরের সংসার জীবন। জয়ের কথা, ‘লোপা এক এক সময় প্রশ্ন করে, এত বছর কীভাবে কাটল, কীভাবে তোমার সঙ্গে রইলাম, কেন কাটালাম। এটা খুব আফসোস হয় ওর এখন’। সৌরভ শুনে বলেন, ‘তুমি খুব ভাল মানুষ।’ জয়ের কথায়, ‘এত ভাল বলো না, আজ রাতে যে কী অপেক্ষা করছে বাড়ি ফেরার পড়ে, তা আমি জানি।’ লোপা নিজেই এদিন মজা করে বললেন, ‘আমি কিছু বলতে চাই না, কারণ আমার ইমেজটা এমনিতেই খুব খারাপ। সবাই বলে জয় ভীষণ শান্ত, জয় ভীষণ ভাল মানুষ। জয় ভাজাটা উল্টে খেতে জানে না। আর আমি তো তাণ্ডব নৃত্য করি।’ এখানেই শেষ নয়, লোপা এদিন মজা করে বলেন, ‘জয় তো নন্দন। কেবল তাঁর কাছে নয়, জয়ের মাও একই কথা বলেন। সারাদিন টিকটিক করতে থাকেন তিনি।’