
‘দাদাগিরি’-র মঞ্চে একবার একসঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র আর অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। সেখানে রূপাঞ্জনা একটা মজার গল্প সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেন। সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রূপাঞ্জনার কথায়, ”ভাস্করদা উত্তম কুমারের ভক্ত। উত্তম কুমারের সব ছবি দেখেছেন। এদিকে একবার একটা রোম্যান্টিক সিন ছিল। আমার গালে হাত বোলানোর দৃশ্য। সেটা করতে গিয়ে আট-দশবার এনজি দিয়েছে! (এনজি মানে এমন শট, যা নেওয়া যাবে না) রূপাঞ্জনার এই কথা শুনেই সৌরভ হেসে ফেলেছিলেন।
ভাস্কর তখন সামনেই দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ”আমি তো ঠিকভাবেই মুখটা ধরছিলাম। দুই হাত দিয়ে। কিন্তু আমাকে বললো, এসব নাকি পুরোনো। এখন গালে অন্যভাবে হাত বোলানোর চল এসে গিয়েছে। আমি তো বউকেও কোনওদিন ওরকমভাবে আদর করিনি।” ভাস্কর সেদিন এমনভাবে বিষয়টা ব্যাখ্যা করেন যে, তাই শুনে বাকিরা আবারও হেসে ফেলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে ভাস্করকে বেশ পছন্দ, সেটা দাদা আবারও বুঝিয়ে দেন। তিনি বলেন, ”যাই হোক, ভাস্করদার কিন্তু একটা ব্যাপার আছে।”
লক্ষণীয় ভাস্কর বন্দ্যোপাধ্যায় যেমন নিজে উত্তম কুমারের ফ্যান, তেমনই উত্তম কুমার সম্পর্কিত কিছু কাজে তাঁকে দেখা গিয়েছে। আবার উত্তম কুমারকে ঘিরে তৈরি কোনও কাজ অভিনেতার পছন্দ না হলেও, সে কথা বলতে দ্বিধা করেননি ভাস্কর। যেমন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ নিয়ে ভাস্করের বক্তব্য ছিল, ”গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক। তেমন হলে ওঁর আসল ছবিগুলো সুন্দর করে, রঙিন করে, ধুমধাম করে পুনরায় রিলিজ করা হোক…”