
ভারতের প্রত্যাঘাতে থরহরিকম্প পাকিস্তান। কিছু বুঝে ওঠার আগে তছনছ করে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। হিসেব কষে নেওয়া হয়েছে পহেলগাঁও জঙ্গি হামলার বদলা। রাতভর নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সফল হয়েছে তাঁর লক্ষ্যে সে কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। টলিপাড়ায় বিভিন্ন তারকা রাতভর নজর রেখেছিলেন এই ঘটনার দিকে। নায়ক অঙ্কুশ যে ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা ভাইরাল। তাঁর বক্তব্য, ”শুভ সকাল। আমাদের প্রিয় প্রতিবেশীকে জানাই, আগাম দিওয়ালির শুভেচ্ছা! জয় হিন্দ।” অঙ্কুশ যেভাবে শত্রুপক্ষকে একহাত নিয়েছেন, তাতে তাঁর অনুরাগীদের একাংশ খুশি। সাংসদ সায়নী ঘোষ টুইট করেছেন, ”জয় হিন্দ। জয় ভারত! হিন্দুস্তান জিন্দাবাদ।” সেই সঙ্গে অপারেশন সিঁদুরের ছবি পোস্ট করেছেন সায়নী। নায়ক জিত্ ইনস্টাগ্রাম স্টোরিতে অপারেশন সিঁদুরের ছবি পোস্ট করে লিখেছেন, ”জয় হিন্দ”। অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যাযের বার্তাতেও, ”জয় হিন্দ।” নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই সাফল্যের নিরিখে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেছেন। অপারেশন সিঁদুরের ছবি পোস্ট করে তিনি একটা ছবির সংলাপ ভাগ করে নিয়েছেন। ভিকি কৌশল যেখানে বলছেন, ”জয় ভবানী। হর হর মহাদেব।” মিমি চক্রবর্তী, যিনি অতীতে সাংসদ ছিলেন তাঁর ইন্সটাগ্রাম পোস্ট দেখে বোঝা গেল, তিনি অপারেশন সিঁদুর উদযাপন করছেন।
টলিপাড়ার মতো বলিউডের তারকারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিচ্ছেন। সুনীল শেট্টি লিখেছেন, ”সন্ত্রাসের কোনও জায়গা নেই। জিরো টলারেন্স। সম্পূর্ণ ন্যায়।” রীতেশ দেশমুখ, বিক্রান্ত ম্যাসি থেকে অনুপম খের, সকলেই অপারেশন সিঁদুরের ছবি পোস্ট করেছেন। সময় যত এগোবে, তারকারা এই বিষয়ে তাঁদের মনের ভাবনা তুলে ধরবেন দিনভর।