হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হলেই দেশ ছাড়তে হবে, সত্যিটা বলে দিলেন করণ

কফি উইথ করণ-এ নিজে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন করণ জোহর, তা নিয়ে কথা বলেছেন বহুবার। বলিউডের তাবড় ব্যক্তিত্বরা এই গ্রুপে আছেন। আর সেখানে পরনিন্দা-পরচর্চা যে ভালোরকম হয়, সেটা বোঝা যায় করণ জোহরের এক্সপ্রেশন থেকেই।

হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হলেই দেশ ছাড়তে হবে, সত্যিটা বলে দিলেন করণ

| Edited By: Bhaswati Ghosh

Jul 02, 2025 | 8:46 AM

কফি উইথ করণ-এ নিজে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন করণ জোহর, তা নিয়ে কথা বলেছেন বহুবার। বলিউডের তাবড় ব্যক্তিত্বরা এই গ্রুপে আছেন। আর সেখানে পরনিন্দা-পরচর্চা যে ভালোরকম হয়, সেটা বোঝা যায় করণ জোহরের এক্সপ্রেশন থেকেই। এবার এক সাক্ষাত্‍কারে করণ বললেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট ফাঁস হয়ে গেলে, তাঁকে ভারত ছেড়ে লন্ডন পালিয়ে যেতে হবে। এই কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন করেছেন, কী এমন লেখেন তাঁরা এই গ্রুপে, যা জনসমক্ষে এলে, এতটা সমস্যায় পড়তে পারেন তাবড় তারকারা?

করণকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কী কখনও এই গ্রুপের কথোপকথনের উপর একটা সিনেমা বানাতে বা একটি বই লিখতে চাইবেন? এমন কথায় প্রথমে থমকে যান করণ। তারপর করণ স্বীকার করেন, ”যদি কেউ আমার এবং আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের গ্রুপে প্রবেশাধিকার পায়, তা হলে আমাকে লন্ডনে পালিয়ে যেতে হবে। আমি আর আমার শহরেও থাকতে পারব না।” করণ যোগ করেন, ”এর কারণটাও বলছি। আমাদের এই কথোপকথনগুলো খুব স্পষ্ট, সৎ এবং যা কিছু চলছে তার একটা বিশ্লেষণ। আমরা ফ্যাশন সমালোচক, আমরা সিনেমার সমালোচক। আমরা এই গ্রুপে সবকিছুর সমালোচনা করি। প্রত্যেকেরই কিছু না কিছু মতামত থাকে।”

কোনওরকম রাখঢাক না করে তাঁরা যে মনের কথা খুলে বলেন এই গ্রুপে তা স্পষ্ট। সেই সত্যি সামনে এলে বলিউডের কিছু অজানা তথ্য যেমন সামনে আসবে, তেমনই বলিউডের মাথাদের মধ্যে যে ঝামেলা শুরু হয়ে যেতে পারে তা স্পষ্ট। তাই দেশ ছেড়ে পালানোর কথা বলেছেন করণ।