
‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজনের রেটিং বেশ কম। বার্ক রেটিংয়ে সম্প্রতি এর টিআরপি এসেছে ৩.৯। অথচ শোয়ে কে নেই? মিঠুন চক্রবর্তী রয়েছেন মহাগুরুর আসনে। বিচারকের আসনে দেখা যাচ্ছে যীশু সেনগুপ্ত, অঙ্কুশ, শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর কৌশানী মুখোপাধ্যায়কে। তার সঙ্গে রয়েছে বাচ্চারা। আগের সিজনে অঙ্কুশকে শোয়ের সঞ্চালনা করতে দেখা গিয়েছিল। তবে এই শোয়ে বাচ্চাদের উপর তুলে দেওয়া হয়েছে সঞ্চালনার দায়িত্ব। ভালো-ভালো প্রতিযোগীও খুঁজে বের করা হয়েছে। তবে এই শো দেখা যায় সপ্তাহান্তে। আর এখন আইপিএল দেখার জন্য মেতে রয়েছেন দর্শকের একটা বড় অংশ। পুরো এপ্রিল জুড়েই চলবে আইপিএল। তাই নন-ফিকশনের টিআরপি-তে কিছুটা প্রভাব পড়তেই পারে।
এই সপ্তাহে বাংলা ধারাবাহিকের রেটিংয়ে এক নম্বর জায়গায় রয়েছে ‘জগদ্ধাত্রী’ আর ‘ফুলকি’। দু’টো ধারাবাহিকের রেটিং ৭। বেশিরভাগ ধারাবাহিকের রেটিং ৬-এর কম। তবে ৫ রেটিংয়ের বেশি পেয়েছে বেশ কিছু ধারাবাহিক। সেখানে তাবড়-তাবড় তারকাদের নিয়ে নন-ফিকশনের রেটিং পরপর দু’টো সপ্তাহে ৩.৮ আর ৩.৯। লক্ষণীয়, ‘সারেগামাপা’ শোয়ের রেটিং অনেক সময়েই ৫-এর উপরে থাকত। সেই তুলনায় ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজনের রেটিং কিছুটা কম। একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”অঙ্কুশের সঞ্চালনা এই শোয়ের প্রাণভোমরা। ওঁকে সঞ্চালক হিসাবে ফিরিয়ে আনুন।” আর একজন দর্শক লিখেছেন, ”শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মিস করছি। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় দু’জনে থাকলে জমে যায়।” আর একজনের বক্তব্য, ”কমেডির অংশটা ভালো লাগে। তবে প্রতিযোগীদের পারফরম্যান্স আরও ভালো হওয়া দরকার।”