
নায়ক দেবের গাড়ির শেষ চারটে নম্বর কী বলুন তো? ৪২৪২ হল সেই নম্বর। যা যোগ করলে মূলাঙ্ক হয় ৬। আবার নজরুল মঞ্চে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের যে গাড়ি দাঁড়িয়ে ছিল, তার শেষ চারটে নম্বরে একটা ৬ আর তিনটে শূন্য আছে। সেটিরও মূলাঙ্ক ৬। যে গাড়ি চড়ে নায়ক-নায়িকা সর্বক্ষণ এদিক-ওদিক যান, সেই গাড়ির নম্বরে এমন মিলান্তি হল কী করে?
এই নিয়ে দেব-শুভশ্রীর অনুরাগীদের মধ্যে বিস্তর আলোচনা হল ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ ইভেন্টে। এক অনুরাগী বলছেন, ”দেব-শুভশ্রী জুটির উপর প্রকৃতির অদ্ভুত আশীর্বাদ আছে। ওঁদের প্রেমে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও আবার কাজের সূত্রে একে-অন্যের কাছাকাছি এলেন। অথচ গত দশ বছরে একজন-অন্যজনের সঙ্গে প্রায় কথা বলেননি। তাই এই নম্বর-মিলান্তি প্রকতির খেলা হতে পারে।”
এমনই এক কাকতালীয় নিয়ে এদিন স্টেজে কথা হল। একটা ছবিতে শুভশ্রীর মুখে সংলাপ ছিল, ‘আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে?’ উত্তরে দেব বলেন, ‘কেন?’ শুভশ্রী তখন বলেন, ‘এমনি’। বছরের পর বছর দেখা গিয়েছে, দেব যখন সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেছেন, তখন ক্যাপশন দিতেন, এমনি। অনুরাগীরা যথারীতি দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। মঞ্চে সঞ্চালক রোহন ভট্টাচার্য বলেই দিলেন, এমনিটা তা হলে এমনি-এমনি আসেনি। দেব অবশ্য তখন শুভশ্রীর দিকে হাত দেখিয়ে স্পষ্ট করেন যে, এমনি শব্দটা শুভশ্রীর কারণে আসেনি। তা হলে ধরে নিতে হয়, এটা কাকতালীয়। গাড়ির শেষ চারটে নম্বরের মূলাঙ্ক মিলে যাওয়াও কাকতালীয় হতে পারে। তবে অনুরাগীদের কারও-কারও মত, কোনও কিছুই এমনি হয় না!