‘আমার আর কাজলের ডিভোর্স করা উচিত’, কোন সমস্যার কথা শাহরুখকে জানান অজয়

Feb 26, 2024 | 7:24 PM

Shahrukh-Kajol Controversy: কারণ শাহরুখ-কাজল একে অন্যের জন্যই তৈরি। তা তিনি মেনে নিতে পারছিলেন না। আর ঠিক সেই কারণেই তিনি একপ্রকার বাধ্য হয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে কাজলকে কাজ করতে দিতে মানা করতে। ঠিক কোন সমস্যার কারণে ডিভোর্স প্রসঙ্গ ওঠে?

1 / 8
শাহরুখ খান ও অজয় দেবগণ, একে অন্যের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। তবে পরকীয়া ঘিরে বিতর্ক থেকে শুরু করে তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ খারাপ হওয়ার প্রসঙ্গ একাধিবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে।

শাহরুখ খান ও অজয় দেবগণ, একে অন্যের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। তবে পরকীয়া ঘিরে বিতর্ক থেকে শুরু করে তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ খারাপ হওয়ার প্রসঙ্গ একাধিবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে।

2 / 8
একদিকে যেমন অজয় দেবগণের জীবনে জায়গা করেছেন একাধিক বিতর্ক, তেমনই আবার কাজলকে নিয়েও কম ভোগান্তি হয়নি অজয় দেবগণের। আর সেই সমস্যার মূলে বলিউডের বিখ্যাত জুটি হয়ে ওঠার তকমা।

একদিকে যেমন অজয় দেবগণের জীবনে জায়গা করেছেন একাধিক বিতর্ক, তেমনই আবার কাজলকে নিয়েও কম ভোগান্তি হয়নি অজয় দেবগণের। আর সেই সমস্যার মূলে বলিউডের বিখ্যাত জুটি হয়ে ওঠার তকমা।

3 / 8
শাহরুখ খান ও কাজল, পর্দায় তাঁদের রোম্যান্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে থাকেন দর্শকেরা। তবে অজয় দেবগণের জীবনে যে এই জুটি ঝড় হয়ে উঠেছিল, কম বেশি সকলেই জানেন।

শাহরুখ খান ও কাজল, পর্দায় তাঁদের রোম্যান্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে থাকেন দর্শকেরা। তবে অজয় দেবগণের জীবনে যে এই জুটি ঝড় হয়ে উঠেছিল, কম বেশি সকলেই জানেন।

4 / 8
ঠিক কী হয়েছিল এই জুটির সঙ্গে? একবার আকারে ইঙ্গিতে নিজেই বুঝিয়ে দিয়েছিলেন অজয় দেবগণ। শাহরুখ খানের সঙ্গে একটা সময়ের পর ছবি করা বন্ধ হয়ে যায় কাজলের।

ঠিক কী হয়েছিল এই জুটির সঙ্গে? একবার আকারে ইঙ্গিতে নিজেই বুঝিয়ে দিয়েছিলেন অজয় দেবগণ। শাহরুখ খানের সঙ্গে একটা সময়ের পর ছবি করা বন্ধ হয়ে যায় কাজলের।

5 / 8
এরপরই জল্পনা ওঠে তুঙ্গে। অজয় দেবগণ নাকি চান না তাঁরা একসঙ্গে কাজ করুক। একবার শাহরুখ খান এক ছবির প্রস্তাব নিয়ে কাজলের কাছে পৌঁছতে চেয়েছিলেন।

এরপরই জল্পনা ওঠে তুঙ্গে। অজয় দেবগণ নাকি চান না তাঁরা একসঙ্গে কাজ করুক। একবার শাহরুখ খান এক ছবির প্রস্তাব নিয়ে কাজলের কাছে পৌঁছতে চেয়েছিলেন।

6 / 8
তবে তিনি কাজলের কাছে না গিয়ে অজয়ের কাছে যান। আর খুব স্বাভাবিকভাবেই তিনি সেই প্রস্তাব এড়িয়ে গিয়েছিলেন। সূত্রের খবর অজয় দেবগণ নাকি চাননি তাঁরা একসঙ্গে কাজ করুর।

তবে তিনি কাজলের কাছে না গিয়ে অজয়ের কাছে যান। আর খুব স্বাভাবিকভাবেই তিনি সেই প্রস্তাব এড়িয়ে গিয়েছিলেন। সূত্রের খবর অজয় দেবগণ নাকি চাননি তাঁরা একসঙ্গে কাজ করুর।

7 / 8
কারণও সেদিন স্পষ্ট করে দিয়েছিলেন বলিউডের সিংঘম। তাঁর কথায়, তিনি সারাদিন গুচ্ছের ই-মেল পেয়ে থাকেন ভক্তদের কাছ থেকে, যেখানে লেখা থাকে, 'আমার আর কাজলের ডিভোর্স করা উচিত'। কারণ শাহরুখ-কাজল একে অন্যের জন্যই তৈরি। তা তিনি মেনে নিতে পারছিলেন না।

কারণও সেদিন স্পষ্ট করে দিয়েছিলেন বলিউডের সিংঘম। তাঁর কথায়, তিনি সারাদিন গুচ্ছের ই-মেল পেয়ে থাকেন ভক্তদের কাছ থেকে, যেখানে লেখা থাকে, 'আমার আর কাজলের ডিভোর্স করা উচিত'। কারণ শাহরুখ-কাজল একে অন্যের জন্যই তৈরি। তা তিনি মেনে নিতে পারছিলেন না।

8 / 8
আর ঠিক সেই কারণেই তিনি একপ্রকার বাধ্য হয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে কাজলকে কাজ করতে দিতে মানা করতে।

আর ঠিক সেই কারণেই তিনি একপ্রকার বাধ্য হয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে কাজলকে কাজ করতে দিতে মানা করতে।

Next Photo Gallery