‘আমায় রাগাবেন না…’, অজয়ের গাড়িতে রাখা থাকে হকিস্টিক, এ কী বললেন অভিনেতা?
Ajay Devgn: কেবল ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার পিছনেও একইভাবে ঝড় তুলে থাকেন তিনি অ্যাকশনে। বর্তমানে না হলেও একটা সময় অনেকেই অজয়ের হাতে মার খেয়েছেন বলে এবার নিজেই দাবি করলেন অভিনেতা।
বর্তমানে রমরমিয়ে চলছে সিংহম এগেইন ছবি। যেখানে একগুচ্ছ বলিউড অভিনেতার অ্যাকশন ভরপুর। যদিও সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন পর্দার সিংহম অর্থাৎ অজয় দেবগণ। অ্যাকশন দৃশ্যে বরাবরই যিনি পারদর্শী। তবে কেবল ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার পিছনেও একইভাবে ঝড় তুলে থাকেন তিনি অ্যাকশনে। বর্তমানে না হলেও একটা সময় অনেকেই অজয়ের হাতে মার খেয়েছেন বলে এবার নিজেই দাবি করলেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আগে মারামারি করার জন্য হকি স্টিকও ব্যবহার করেছি। কত মানুষকেই না পিটিয়েছি।’ তাঁর কথা প্রসঙ্গে ছবির পরিচালক রোহিত শেট্টি বলেন, ‘হ্যাঁ, অজয় সত্যি গাড়িতে হকি স্টিক রাখা থাকত।’ যদিও এসব অতীত। অজয় দেবগণ এই প্রসঙ্গে বলেন, ‘এখন আমি নিজেকে অনেক পাল্টে ফেলেছি। এখন অনেক শান্ত হয়ে গিয়েছি। এখন মনে হয়, ঝগড়া-মারপিট, এসব শুধুই সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। বেকার কেউ একজন আঘাত পাবেন, তা নিয়ে সমস্যা হবে। তাই আমি এখন ঝগড়া সাধারণত এড়িয়েই চলি। তবে আমায় রাগাবেন না…।’
এখানেই শেষ নয়, সঙ্গে তিনি আরও বলেন, ‘বর্তমানে অভিনেতাদের মারপিটের অ্যাকশনের দৃশ্য দেখে ঠিক বিশ্বাসযোগ্যও মনে হয় না। মনে হয় কোথাও যেন কিছুর একটা অভাব রয়ে গিয়েছে। ঘাটতি থেকে যাচ্ছে। ঠিক জমছে না বিষয়টা। আসলে আজকাল অভিনেতাদের মধ্যে ‘ম্যানলি’ বিষয়টির বড়ই অভাব। ঠিক যেমনটা ছিল অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফদের মধ্যে।’