Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মা চড় মেরে বলেছে আবার কর’, অনন্যা চট্টোপাধ্যায় কোন প্রসঙ্গে বললেন এই কথা?

'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর পর ফের বড়পর্দায় আসছেন অনন্য চট্টোপাধ্যায়। এক মায়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। অনন্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন দিতিপ্রিয়া রায় এবং ঋষভ বসু। এই ছবির গল্প এক মা-কে নিয়ে, মেয়েদের শ্রদ্ধা জানাতেই এই বিশেষ ছবি।

'মা চড় মেরে বলেছে আবার কর', অনন্যা চট্টোপাধ্যায় কোন প্রসঙ্গে বললেন এই কথা?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 4:50 PM

অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা। চরিত্রের খাতিরে বহুবার নিজেকে বদল করেছেন তিনি। তাঁর নতুন ছবি ‘অন্নপূর্ণা’-তে তাঁকে নায়িকা নয়, তবে প্রধান চরিত্রে দেখা যাবে। মায়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। অংশুমান প্রত্যুষের ছবি ‘অন্নপূর্ণা’ মুক্তি পাবে শীঘ্রই।

‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর পর ফের বড়পর্দায় আসছেন অনন্য চট্টোপাধ্যায়। এক মায়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। অনন্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন দিতিপ্রিয়া রায় এবং ঋষভ বসু। এই ছবির গল্প একজন মা-কে নিয়ে, মেয়েদের শ্রদ্ধা জানাতেই এই বিশেষ ছবি। ছোট থেকে একজন শিশুকে আগলে বড় করেন মায়েরা। সারা জীবন পাশে থাকেন তাঁরাই।

এই ছবির প্রিভিউ-এ দেখা হয় অভিনেত্রী অনন্যার সঙ্গে। কথা প্রসঙ্গে তিনি জানালেন, এই চরিত্রের জন্য তিনি অনেক কিছু অবজার্ভ করেছেন। TV9 বাংলার তরফ থেকে তাঁকে প্রশ্ন করা হয়, মাকে দেখেই কি এই চরিত্রের জন্য তৈরি হয়েছেন? অনন্যা বলেন, “মাকে দেখে বড় হয়েছি, কিছুটা প্রভাব তো থাকবেই। তবে আমার মা একদম এই ধরনের নন। বরং একদম উল্টো। আমায় এমন করে মানুষ করেছেন, যে আমি সমস্যায় পড়লে ‘আহা উহু’ না করে উল্টে চড় মেরে বলেছেন, ‘সমস্যা হয়েছে তো কী? যাও আবার চেষ্টা কর।’ বেশ কড়া হাতেই সামলেছেন।” তিনি আরও বলেন, “মা নিজেও খুব হাসিখুশি।”

অভিনেত্রীর কথায়, “‘অন্নপূর্ণা ‘ সেই মায়েদের গল্প বলবে, যাঁরা সারাজীবন সংসারের জন্যে অনেক কিছু করলেও তাঁদের আশা আকাঙ্খা, একাকিত্ব নিয়ে আমদের ভাবা হয় না।” আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। অনন্যা চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, ঋষভ বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথনকে দেখা যাবে।