১৪ ফেব্রুয়ারি রণজয়-শ্যামৌপ্তির বিয়ে, কোথায় বিয়ে হবে জানেন?

ভালোবাসার দিনে টলিপাড়ায় চারহাত এক হওয়ার উদাহরণ রয়েছে। এবার সেই তালিকায় নাম যোগ হলো অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির। অভিনেতা-অভিনেত্রী সাত পাক ঘুরে আনুষ্ঠানিক বিয়ে সারবেন ভ্যালেন্টাইন্স ডে-তে। কোথায় হবে এই বিয়ে? সার্দান অ্যাভিনিউ সংলগ্ন এক বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান। পাত্র-পাত্রীর পরিবারের লোকজনের পাশাপাশি বাংলা ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত অনেকেই উপস্থিত থাকবেন।

১৪ ফেব্রুয়ারি রণজয়-শ্যামৌপ্তির বিয়ে, কোথায় বিয়ে হবে জানেন?

| Edited By: Bhaswati Ghosh

Jan 13, 2026 | 5:47 PM

ভালোবাসার দিনে টলিপাড়ায় চারহাত এক হওয়ার উদাহরণ রয়েছে। এবার সেই তালিকায় নাম যোগ হলো অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির। অভিনেতা-অভিনেত্রী সাত পাক ঘুরে আনুষ্ঠানিক বিয়ে সারবেন ভ্যালেন্টাইন্স ডে-তে। কোথায় হবে এই বিয়ে? সার্দান অ্যাভিনিউ সংলগ্ন এক বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান। পাত্র-পাত্রীর পরিবারের লোকজনের পাশাপাশি বাংলা ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত অনেকেই উপস্থিত থাকবেন।

লক্ষণীয় বাংলা ধারাবাহিক ‘গুড্ডি’-তে একসঙ্গে কাজ করেছিলেন নায়ক-নায়িকা। তখন থেকেই তাঁদের দারুণ রসায়ন। প্রথমে দু’ জনের সম্পর্কের বিষয়টা জনসমক্ষে আসেনি। তবে গত এক বছরে বাংলা ছবির দুনিয়ার সকলেই নিশ্চিত হয়ে গিয়েছেন যে, রণজয়-শ্যামৌপ্তি প্রেম করছেন। শ্যামৌপ্তির ২৪ ছুঁইছুঁই বয়স। অনেক অভিনেত্রী ৩০ বছরের আগে বিয়ে করার কথা ভাবেন না ইদানীং। সেদিক থেকে শ্যামৌপ্তির এই সিদ্ধান্ত ছকভাঙা। প্রেমের পর আগামী ফেব্রুয়ারিতে যে পরিণয়, সেই যাত্রাপথে কি কোনও টুইস্ট আছে? ক্রমশ প্রকাশ্য সেই টুইস্ট।

রণজয় শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধে একটা সুপারহিট ধারাবাহিক শেষ করেছেন কিছুদিন আগে। তারপর কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে, তা চূড়ান্ত নয়। অন্যদিকে শ্যামৌপ্তি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙ্কিণী ভবন’ দর্শকের একাংশের পছন্দ হয়েছে। এই মুহূর্তে নতুন একটা ছবির কাজ করছেন অভিনেত্রী। সেই শুটিং সেরেই বিয়ের পিঁড়িতে বসবেন। রণজয়ও কি বিয়ে সেরে একেবারে নতুন ধারাবাহিক করবেন? তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। টলিপাড়ার এই বিয়ের আসর যে জমজমাট হতে চলেছে, তা নিয়ে সংশয় নেই। রণজয়-শ্যামৌপ্তিকে এখন বিয়ের বেশে দেখার অপেক্ষা।