AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কঠিন ডায়েটই কাল! শ্রীদেবীর আচমকা মৃত্যু কারণ খোলসা করলেন বনি

কোটি কোটি অনুরাগীর প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক প্রয়াণ যেন একেবারে অবিশ্বাস্য। কারও মনে হয়েছিল এটা আত্মহত্যা, আবার কেউ কেউ সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁর স্বামী, প্রযোজক বনি কাপুরের দিকে।

কঠিন ডায়েটই কাল! শ্রীদেবীর আচমকা মৃত্যু কারণ খোলসা করলেন বনি
| Edited By: | Updated on: Apr 17, 2025 | 1:29 PM
Share

দুবাইয়ের এক হোটেলের বাথটাবে আকস্মিকভাবে মৃত্যু ঘটে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারির সেই দিনটি আজও ভুলতে পারেননি ভারতীয় সিনেমার অনুরাগীরা। কোটি কোটি অনুরাগীর প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক প্রয়াণ যেন একেবারে অবিশ্বাস্য। কারও মনে হয়েছিল এটা আত্মহত্যা, আবার কেউ কেউ সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁর স্বামী, প্রযোজক বনি কাপুরের দিকে।

কিন্তু এত বছর পর সেই সব জল্পনায় ইতি টেনে The New Indian-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ খোলসা করলেন বনি কাপুর। তিনি বলেছেন, “শ্রীদেবী নিজের ফিগার ও রূপ নিয়ে এতটাই সচেতন ছিলেন, যে প্রায়ই নিজে না খেয়ে থাকতেন।” বলেন, “ও প্রায়ই উপোস করত, মাথায় থাকত শুধু, যেন দেখতে ভাল লাগে।” বনি কাপুর আরও বলেন, “ও চেয়েছিল নিজেকে সবসময় ফিট রাখতে, তাই ক্র্যাশ ডায়েট করত। বিয়ের পর থেকেই আমি কয়েকবার দেখেছি, হঠাৎ করে ব্ল্যাকআউট হয়ে যেত। ডাক্তার বলেছিলেন ওর লো ব্লাড প্রেসারের সমস্যা আছে, কিন্তু ও বিষয়টাকে গুরুত্ব দেয়নি। সবসময় লবণহীন খাবার খেত।”

বনি আরও বলেন, “দুঃখের বিষয়, ও বুঝতেই পারেনি কতটা সিরিয়াস ছিল বিষয়টা, ওর জীবন শেষ করে দিল।” শুধু তাই নয়, বনি কাপুর এই সাক্ষাৎকারে আরও এক বিষয় খোলসা করেন। তিনি জানান, শ্রীদেবীর মৃত্যুর পরে দক্ষিণী সুপারস্টার নাগার্জুন তাঁকে জানিয়েছিলেন, একবার শ্যুটিংয়ের সময়ও শ্রীদেবী বাথরুমে পড়ে গিয়েছিলেন এবং তার ফলে নায়িকার দাঁত ভেঙে গিয়েছিল— কারণ তখনও তিনি সেই ক্র্যাশ ডায়েটিং করছিলেন।