Arijit On RG KAR Case: তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে কবে রাস্তায় নামবেন অরিজিত্‍? উত্তরে যা বললেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 24, 2024 | 6:38 PM

Arijit: তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন টলিপাড়ার শিল্পী থেকে সঙ্গীতশিল্পীরা। শনিবারও টালিগঞ্জে জমায়েতের উদ্যোগ নিয়েছে আর্টিস্ট ফোরাম। তবে গত এক সপ্তাহে বার বার এক্স হ্যান্ডলে নিজের বিরক্তির কথা প্রকাশ করেছেন অরিজিত্‍ সিং। তবে অনেক তারকাকে পথে নামতে দেখা গেলেও এখনও কোনও জমায়েত বা মিছিলে তাঁকে দেখা যায়নি।

Arijit On RG KAR Case: তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে কবে রাস্তায় নামবেন অরিজিত্‍? উত্তরে যা বললেন...

Follow Us

তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন টলিপাড়ার শিল্পী থেকে সঙ্গীতশিল্পীরা। শনিবারও টালিগঞ্জে জমায়েতের উদ্যোগ নিয়েছে আর্টিস্ট ফোরাম। তবে গত এক সপ্তাহে বার বার এক্স হ্যান্ডলে নিজের বিরক্তির কথা প্রকাশ করেছেন অরিজিত্‍ সিং। তবে অনেক তারকাকে পথে নামতে দেখা গেলেও এখনও কোনও জমায়েত বা মিছিলে তাঁকে দেখা যায়নি। অরিজিতের এক্স হ্যান্ডেলে এবার সকলের একটাই প্রশ্ন তিনি কবে পথে নামবেন।

একজন প্রশ্ন করেন,”দাদা আপনি কবে সক্রিয়ভাবে পথে নামবেন? আমরা সারা বাংলা কিন্তু আপনার মুখ চেয়ে বসে আছি। আমরা আপনার পাশে দাঁড়িয়ে আন্দোলন করার জন্য তৈরি। প্লিজ দাদা এবার আপনি নামুন। এই গণ আন্দোলনের একমাত্র ভরসাযোগ্য মুখ এখন আপনিই। শুধু আপনিই পারেন গোটা বাংলার মানুষ কে এক ছাতার তলায় আনতে।” নিজের ভক্তকে উত্তরও দিয়েছেন অরিজিত্‍। তিনি লেখেন,”মাথার ঠিক রাখতে পারব না। আমি ডিপ্লোম্যাটিক নই। যা মুখে আসে বলে দেব। বাওয়াল হয়ে যাবে।”

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে একের পর এক হুমকি দিয়ে চলেছেন অরিজিত্‍। কয়েক দিন আগে নিজের এক্স হ্যান্ডেলে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন গায়ক। বোঝা গিয়েছিল আরজি কর কাণ্ডে তিনি ঠিক কতটা বিরক্ত। বাকি সকলের মতো তিনিও ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায়। এমনিতে তাঁকে সচরাচর কথা বলতে শোনা যায় না। তবে ৯ অগস্ট তিলোত্তমা কাণ্ড নাড়িয়ে দিয়েছে অরিজিতকে। লড়াইয়ে চুপ থাকা তো দূর একের পর এক মন্তব্য ছুড়ে দিচ্ছেন তিনি।

বোঝা যাচ্ছে পরোক্ষ ভাবে ঠিক কোন দিকে নিশানা গায়কের। এখনও পর্যন্ত পাওয়া যায়নি দোষীর নাম। এই উত্তপ্ত পরিস্থিতিতে গান নিয়ে চর্চা করতে পারছেন না গায়ক। যা আরও চঞ্চল করে তুলেছে তাঁকে। বিরক্ত গায়ক নিজের এক্স হ্য়ান্ডলে লেখেন,”আমার গান বন্ধ হয়ে গিয়েছে। আমার সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।” শুক্রবার এক নাগারে এক্স হ্যান্ডেলে মন্তব্য করে গিয়েছেন অরিজিত্‍। গায়ক আরও লেখেন। তাঁর টুইট নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। অরিজিত্‍ লেখেন,”আমরা সবাই জানি আমরা কী চাই। কিন্তু কারও সাহস নেই যে নিজেদের দাবি জোর গলায় বলার সবারই মনে পরিণতির ভয়। আসলে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?”

Next Article