‘আমি শাহরুখ, সেই দম্ভটা…’, স্বামী-সংসার নিয়ে কোন সত্যি খোলসা করলেন গৌরী?

এখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তিনি। তবে করণ জোহরের সামনে তিনি শাহরুখকে নিয়ে মুখ খুললেন। কফি উইথ করণে, করণ জোহর প্রশ্ন করেছিলেন, স্বামী হিসেবে শাহরুখ কেমন?

আমি শাহরুখ, সেই দম্ভটা..., স্বামী-সংসার নিয়ে কোন সত্যি খোলসা করলেন গৌরী?

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 18, 2025 | 1:03 PM

শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যকে মন দিয়েছিলেন বহু আগেই। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেননি তাঁরা। কিছুদিনের মধ্যেই সকলকে লুকিয়ে বিয়ে করেছিলেন জুটি। রাজকীয় আয়োজন ছিল না, আইনিমতেই প্রথম বিয়ে করেন তাঁরা। পরবর্তীতে অনুষ্ঠান হয়। সেই থেকে শুরু সংসার। শাহরুখের তখন মাথার ওপর ছাদও ছিল না।

তিলে তিলে নিজেদের সংসার গুছিয়েছিলেন তাঁরা। তবে থেকে শুরু পথচলা। আজও তাঁরা একসঙ্গে রয়েছেন। সম্পর্কে কম ঝড় ওঠেনি, তবুও তাঁদের পথ চলা থামেনি।এখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তিনি। তবে করণ জোহরের সামনে তিনি শাহরুখকে নিয়ে মুখ খুললেন। কফি উইথ করণে, করণ জোহর প্রশ্ন করেছিলেন, স্বামী হিসেবে শাহরুখ কেমন?

যার উত্তরে গৌরী বলেছিলেন, শাহরুখ খান ভীষণ সহজ মানুষ। শাহরুখ খানকে যা দেওয়া হয় তিনি তাই খেয়ে নেন। নুন ছাড়া রান্না হলেও চলে। কিং খানের এটাই যে সুঅভ্যাস এমন নয়, তিনি যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারেন। ‘আমি শাহরুখ, সেই দম্ভটা ওর নেই’।

ফলে শাহরুখকে নিয়ে খুব একটা ভাবতেই হয়নি গৌরী খানকে। যার ফলে শাহরুখের সঙ্গে তাঁর সংসার করাটা কখনই চ্যালেঞ্জের ছিল না। গৌরী খান সেই তকমাটা কিং খানকে দিলেন। যেখানে গিয়ে শাহরুখকে নিয়ে ধৈর্য্য হারানো তো দূরের কথা, বরং তিনি শাহরুখকে নিয়ে একপ্রকার গর্ব করলেন। তিনি যা করে দেন, তাই খান, যেভাবে চালান, কিং সেভাবেই চলেন।