৫০ বছর সংসার করার পর অমিতাভকে নিয়ে অভিমানের কথা খোলসা করলেন জয়া
Jaya-Amitabh Relation: স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন একদিন সব সমীকরণ পাল্টে যাবে। হয়েছেও তাই। তবে জয়ার কী সেই প্রেম আজও বর্তমান? অমিতাভের নামের সঙ্গে জড়িয়েছে একাধিক অভিনেত্রীর নাম। সবথেকে বেশি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁর ও রেখার সম্পর্কের খবর।

অমিতাভ বচ্চন। বলিউডের তিনি শাহেনশাহ। যাঁকে রাতারাতি মন দিয়েছিলেন বহু অভিনেত্রী। বহু মহিলার স্বপ্নের পুরুষ তিনি। তবে তিনি ধরেছিলেন জয়ার হাত। যখন অমিতাভ বচ্চন সুপারস্টার হননি, তখন জয়া বচ্চন বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। একের পর এক ছবি তাঁর ঝুলিতে। সেই সময় তিনি বিশ্বাস রেখেছিলেন অমিতাভ একদিন রাজত্ব করবেন। রাজেশ খান্নার সঙ্গে এবার এই মর্মে বচসাতেও জড়িয়ে পড়েন জয়া বচ্চন। প্রকাশ্যে অমিতাভকে অপমান করায় প্রতিবাদ করেছিলেন জয়া বচ্চন।
স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন একদিন সব সমীকরণ পাল্টে যাবে। হয়েছেও তাই। তবে জয়ার কী সেই প্রেম আজও বর্তমান? অমিতাভের নামের সঙ্গে জড়িয়েছে একাধিক অভিনেত্রীর নাম। সবথেকে বেশি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁর ও রেখার সম্পর্কের খবর। শোনা যায়, জয়াও নাকি টের পেয়েছিলেন সবটাই। তবুও সংসার ভাঙতে দেননি। সেই জয়া বচ্চনই ৫০ বছর সংসার করে এবার কোন প্রশ্ন ছুড়ে দিলেন অমিতাভের দিকে? কেবিসি-র মঞ্চে জয়া একবার প্রকাশ্যে জানতে চেয়েছিলেন, ‘কারও প্রতি মুগ্ধ হলে, কারও কাজ ভাল লাগতে তুমি ফুল পাঠিয়েছ, উপহার পাঠিয়েছ, প্রশংসা করেছ, কিন্তু আমি?’
‘আমায় তো কোনওদিন ফুল উপহারে দাওনি।’ প্রকাশ্যে জয়া এই প্রশ্ন করে বসবেন তা বোধহয় আঁচ করতে পারেননি বিগ বি। তাই তিনি এক প্রকার চুপ করে গেলেন। অমিতাভ ও জয়া বলিউডের অন্যতম চর্চিত জুটি। হাজার ঝড় মাথা পেতে সহ্য করে কীভাবে সম্পর্ককে টিকিয়ে রাখতে হয় এই জুটি তা দেখিয়ে দিয়েছেন। জয়া বচ্চন একটাই কথা বারবরা বলেছিলেন, সংসারটা তিনি করতে চেয়েছিলেন তিনি করেছেনও।





