কাজল চান নাইসার কন্যা সন্তান, শোনা মাত্রই কী বলে বসেন নাইসা?

নাইসা যে বেশ দুষ্টু, তা একাধিক সাক্ষাৎকারে কাজল সামনে এনেছিলেন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে ফেলেছেন তিনি। তবে কাজলের চোখে যে সব সময় একধাপ এগিয়ে থাকে তাঁর পুত্র যুগ, তা খুব একটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

কাজল চান নাইসার কন্যা সন্তান, শোনা মাত্রই কী বলে বসেন নাইসা?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 27, 2025 | 3:40 PM

কাজল দেবগণ, একটা সময়ের পর বলিউড থেকে নিয়েছিলেন বেশ কিছু দিনের বিরতি। কারণ একটাই, তাঁর পরিবার। দুই সন্তানকে সময় দিতে চেয়েছিলেন কাজল। তাই কিছু বছরের জন্যে নিজেকে বিনোদন জগত থেকে সরিয়ে নিয়েছিলেন অজয় দেবগণের পত্নী। কারণ দুই সন্তানকে তিনি বড় করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। যে সন্তানের জন্যে এতবড় ত্যাগ করেছেন কাজল, সেই মেয়েই বড় হয়ে মায়ের মুখের ওপর কথা বলছে? বিশ্বাস করতে না পারলেও এক শোয়ে এসে তেমনই মন্তব্য করে বসেন কাজল-অজয় দেবগণ কন্যা নাইসা। যদিও তা মাকে ছোট করতে নয়, বা অবাধ্য হয়ে নয়, বরং মায়ের কথায় সম্মতি জানাতেই এমনটা করেছিলেন।

একবার মজা করে এক শোয়ে কাজল নাইসাকে জানিয়েছিলেন, তিনি চান, নাইসার যেন নিজের মতোই এক কন্যা সন্তান হয়। মায়ের এই আবদার শুনে মুহূর্তে নাইসা বলে বসেন, একেবারেই নয়। তিনি স্থির করেছেন তাঁর পুত্র সন্তান হবে, কারণ তিনি নিজের মতো একটা মেয়েকে মানুষ করতে পারবেন না। মেয়ের কথা শুনে হেসে ফেলেন কাজল।

নাইসা যে বেশ দুষ্টু, তা একাধিক সাক্ষাৎকারে কাজল সামনে এনেছিলেন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে ফেলেছেন তিনি। তবে কাজলের চোখে যে সব সময় একধাপ এগিয়ে থাকে তাঁর পুত্র যুগ, তা খুব একটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একাধিক সাক্ষাৎকারে কাজল এই প্রসঙ্গে মুখ খুলেছেন অতীতে।