নানার সঙ্গে একঘরে! হাতেনাতে ধরে কোন বিখ্যাত নায়িকাকে তুমুল গালি মণীষার?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Feb 08, 2024 | 4:35 PM
সাল ১৯৯৬, 'অগ্নিসাক্ষী' ছবির সেটে প্রথম দেখা হয় নানা পাটেকর ও মণীষা কৈরালার। সে সময় মণীষা ছিলেন বিবেক মুশ্রান নামক এক অভিনেতার প্রেমিকা। অন্যদিকে নানাও তখন বিবাহিত।
1 / 8
সাল ১৯৯৬, 'অগ্নিসাক্ষী' ছবির সেটে প্রথম দেখা হয় নানা পাটেকর ও মণীষা কৈরালার। সে সময় মণীষা ছিলেন বিবেক মুশ্রান নামক এক অভিনেতার প্রেমিকা। অন্যদিকে নানাও তখন বিবাহিত।
2 / 8
তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল ছিল না নানার। তিনি আলাদা থাকতেন। নানার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাঁর প্রেমে পড়েন মণীষা।
3 / 8
প্রথম দিকে খবরটা কেউ না জানলেও তা চাউর হতে বেশিদিন সময় লাগে না। একটা সময় নিজেরাও আর প্রেম লুকিয়ে রাখতেন না।
4 / 8
একসঙ্গে দেখা যেত নানা পার্টিতে। এমনকি প্রতিবেশীরাও মাঝেমধ্যেই নানাকে দেখতে পেতেন মণীষার বাড়ি। তবে হঠাৎই ঘটে যায় এক ঘটনা।
5 / 8
ভেঙে যায় তাঁদের প্রেম। একবার এক ছবির শুটিং চলছিল। ওই ছবির হিরোইনের সঙ্গেই নানাকে এক ঘরে দেখে নিজেকে আর সামলাতে পারেননি মণীষা।
6 / 8
চিৎকাত্র করে গালাগালি দিয়ে উঠেছিলেন নায়িকা। কে ছিলেন সেই অভিনেত্রী জানেন? তিনি আর কেউ নন, সে সময়কার জনপ্রিয় নায়িকা আয়েষা জুলকিয়া।
7 / 8
নানার ঘরে তিনি কী করছেন? আয়েশার দিকে তাকিয়ে অশ্লীল ভাষায় প্রয়োগ করে ফেলেন মণীষা।
8 / 8
নানাও পড়ে যান অপ্রস্তুতে। ফল স্বরূপ ভেঙে চুরমার হয়ে যায় তাঁদের প্রেম।