AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক ঘরে ৮ জন, মুকেশ আম্বানির অজানা কাহিনি জানলে চমকে উঠবেন

Mukesh Ambani: জানেন কি, শৈশব থেকে মোটেও বিলাশ বহুল জীবন কাটাননি মুকেশ আম্বানি। একবার সিমি গেরেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে সেই স্মৃতিতে ফিরেছিলেন মুকেশ।

এক ঘরে ৮ জন, মুকেশ আম্বানির অজানা কাহিনি জানলে চমকে উঠবেন
রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানীImage Credit: Prodip Guha/Getty Images
| Updated on: Jan 22, 2025 | 8:20 PM
Share

এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতেই থাকেন মুকেশ অম্বানী। কয়েকদিন আগে তাঁর ছেলের বিয়ের জাঁকজমক তাক লাগিয়ে দিয়েছিল। একের পর এক সেক্টরে ব্যবসায় নাম লেখাচ্ছেন অম্বানীরা। তবে শুধুই নিজেদের ব্যবসা নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে আয় করেন মুকেশ। তবে জানেন কি, শৈশব থেকে মোটেও বিলাশ বহুল জীবন কাটাননি মুকেশ আম্বানি। একবার সিমি গেরেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে সেই স্মৃতিতে ফিরেছিলেন মুকেশ।

শৈশবের স্মৃতি কেমন! মুকেশ জানান, তাঁরা পরিবারের সকলে মিলে এক জায়গাতেই থাকতেন। শুধু জায়গা নয়, একটা ঘরে তাঁরা আটজন বসবাস করতেন। সবটা শুনে সিমি জানতে চেয়ে, কখনও মনে হয়নি সেখান থেকে বেরিয়ে আসার কথা! উত্তরে মুকেশ বলেছিলেন, নাহ, উল্টে সেটা তাঁর শৈশবের সেরা স্মৃতির মধ্যে অন্যতম।

তথ্য বলছে, বর্তমানে দেশের সবচেয়ে দামি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন গত সপ্তাহে মোট ২৯,৬৩৪.২৭ কোটি টাকা বেড়ে ২০,২৯,৭১০.৬৮ কোটি টাকা হয়েছে৷ আর তাতেই লাভবান হয়েছেন শেয়ার হোল্ডাররা। তথ্য বলছে, দেশের শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৯টির মোট বাজার মূলধন গত সপ্তাহে ৯৫,৫২২.৮১ কোটি টাকা বেড়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পর সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে টিসিএস-এর ক্ষেত্রে। কোম্পানির বাজার মূলধন ১৭,১৬৭.৮৩ কোটি টাকা বেড়ে হয়েছে ১৬,১৫,১১৪.২৭ কোটি টাকা। হিন্দুস্তান ইউনিলিভারের মূলধন ১৫,২২৫.৩৬ কোটি টাকা বেড়ে ৬,৬১,১৫১.৪৯ কোটি টাকা হয়েছে৷