নায়ককে চুমুর পর ডেটল দিয়ে মুখ পরিষ্কার! নীনার এ কেমন অভিজ্ঞতা?

বরাবরই সাহসী হিসেবে পরিচিত নীনা গুপ্তা। ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সকলেরই জানা। কোনওদিনই বিয়ে করেননি তাঁরা। অবিবাহিত নীনা ও ভিভের সন্তান মাসাবা গুপ্ত। বিয়ে না হয়েই সন্তান, তা নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি।

নায়ককে চুমুর পর ডেটল দিয়ে মুখ পরিষ্কার! নীনার এ কেমন অভিজ্ঞতা?

| Edited By: জয়িতা চন্দ্র

May 25, 2025 | 5:25 PM

প্রথম চুম্বন বরাবরই স্পেশ্যাল। কিন্তু নীনা গুপ্তার চুম্বনের অভিজ্ঞতা মোটেও খুব একটা ভাল ছিল না। নাহ, রিয়েল লাইফ চুম্বন নয়, আজ থেকে বহু বছর আগে দাঁড়িয়ে সিরিয়াল অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম অনস্ক্রিন চুমু খেয়েছিলেন সহ অভিনেতা দিলীপ ধাওয়ানকে। ওটিই ছিল ধারাবাহিকে প্রথম ঠোঁটঠাসা চুমু। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তিনি বলেন, “একজন অভিনেতা হিসেবে সব রকম দৃশ্যের সঙ্গে পরিচিত হওয়া উচিৎ। কখনও কখনও কাদার মধ্যে পা দেওয়ার দৃশ্য আবার কখনও বা রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। দিলীপ ধাওয়ানের সঙ্গে চুম্বনের দৃশ্যের আগের রাত আমি ঘুমোতে পারিনি। এরকম নয় যে আমরা বন্ধু ছিলাম না। আমরা ভাল বন্ধু ছিলাম। ও দেখতেও বেশ ভাল ছিল। কিন্তু সেটা ব্যাপার নয়। শারীরিক ও মানসিক ভাবে আমি নিজেই তৈরি ছিলাম না। খুব চিন্তায় ছিলাম।” এখানেই না থেমে নীনা আরও বলেন, “কেউ কমেডি অভিনয় করতে পারেন না। কেউ আবার ক্যামেরার সামনে কাঁদতে পারেন না। আমি সেটা পারি। তবে যেই না ওই দৃশ্য শেষ হয়েছে, আমি ডেটল দিয়ে আমার মুখ ধুয়ে ফেলি। আমার জন্য গোটা ব্যাপারটা বেশ কষ্টসাধ্য ছিল।”

বরাবরই সাহসী হিসেবে পরিচিত নীনা গুপ্তা। ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সকলেরই জানা। কোনওদিনই বিয়ে করেননি তাঁরা। অবিবাহিত নীনা ও ভিভের সন্তান মাসাবা গুপ্ত। বিয়ে না হয়েই সন্তান, তা নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি। যদিও অতীত নিয়ে নীনা ভাবিত নন। ভিভের সঙ্গে তাঁর সম্পর্কও বেশ ভাল। এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন। এরই মধ্যে অতীত ফিরে ফিরে আসে তাঁর সাক্ষাৎকারে।