কোনও স্টারকে ডেট করলে খুলবে ভাগ্য, প্রস্তাব যায় নোরার কাছে, তারপর…
Bollywood Gossip: একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনও কাজের সুযোগই তাঁর কাছে ছোট নয়। তিনি নিজের ১০০ শতাংশ উজার করে দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। তবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করেছেন নোরা।
![কোনও স্টারকে ডেট করলে খুলবে ভাগ্য, প্রস্তাব যায় নোরার কাছে, তারপর... কোনও স্টারকে ডেট করলে খুলবে ভাগ্য, প্রস্তাব যায় নোরার কাছে, তারপর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-14-at-15.23.41.jpeg?w=1280)
নোরা ফাতেহি, বরাবরই তিনি নিজের স্ট্রাগেল নিয়ে কোনও মন্তব্য করতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হল না। অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। তবে নাচের জন্যই সিনেদুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন তিনি। বলিউডে তিনি প্রথম ব্রেকপেয়েছেন তাঁর বেলিডান্সের জন্যই। নোরা ফাতেহিকে অনেকেই দিয়েছিলেন নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ। তাতে কেরিয়ারে কোনওদিন তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না, এমন কথআও বলেছিলেন। কিন্তু নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনও কাজের সুযোগই তাঁর কাছে ছোট নয়। তিনি নিজের ১০০ শতাংশ উজার করে দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। তবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করেছেন নোরা।
প্রথমত, তাঁর কথায়, তাঁর PR টিম তাঁকে জানিয়েছিল, তিনি যেন কোনও বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভাল কাজের প্রস্তাব পাওয়া যায়। নোরা ফাতেহি প্রথম থেকেই নিজের কাজ নিয়ে বেজায় যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা বলেন, ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।’
কখনও প্ল্যাস্টিক সার্জারি, কখনও আবার বোল্ড লুক, সেক্সি নাচ, সব মিলিয়ে ঝড়ের গতিতে ভাইরাল হতে হয়েছে একাধিকবার। ট্রোলের শিকারও হয়েছেন রাতারাতি। তবে বলিউডের অন্দরমহলের সম্পর্কের এই সমীকরণ নিয়ে মন্তব্য করতেই তিনি ঝড়ের গতিতে ভাইরাল। এদিন নোরার মন্তব্যে সাফ ইঙ্গিত ছিল, তিনি বলিউডের অন্দরমহলের অধিকাংশ সম্পর্ককেই ফেক বলতে চেয়েছেন।
![ভারতের পতাকা বানিয়েছেন কে? ভারতের পতাকা বানিয়েছেন কে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Republic-Day-2025-Who-designed-Indian-Flag-know-interesting-facts.jpg?w=670&ar=16:9)
![বিশেষ ২টো দিনে তুলসী গাছে ভুলেও দেবেন না জল, নইলেই 'বিপদ' বিশেষ ২টো দিনে তুলসী গাছে ভুলেও দেবেন না জল, নইলেই 'বিপদ'](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/On-which-day-we-should-not-give-water-to-tulsi-plant.jpg?w=670&ar=16:9)
![এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি জানেন? রয়েছে ভারতেই এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি জানেন? রয়েছে ভারতেই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Mawlynnong-is-Asias-cleanest-village-which-is-located-in-India.jpg?w=670&ar=16:9)
![প্রেম করে বিয়ে নয়, 'লিভিং অ্যাপার্ট টুগেদার' সম্পর্কে নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে নব প্রজন্ম প্রেম করে বিয়ে নয়, 'লিভিং অ্যাপার্ট টুগেদার' সম্পর্কে নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে নব প্রজন্ম](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Living-ApartTogethr-.jpg?w=670&ar=16:9)
![ভারতের এই জায়গায় ভুলেও যাবেন না, মৃত্যু নিশ্চিত! কেন জানেন? ভারতের এই জায়গায় ভুলেও যাবেন না, মৃত্যু নিশ্চিত! কেন জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/North-Sentinal-Iceland.jpg?w=670&ar=16:9)
![বিন্দাস পরুন জিন্স, কতদিন পর তা কাচা ভালো জানেন? বিন্দাস পরুন জিন্স, কতদিন পর তা কাচা ভালো জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/How-often-anyone-can-wear-Jeans-without-washing.jpg?w=670&ar=16:9)