AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nora Fatehi: ভারতে ‘ভয়াবহ’ অভিজ্ঞতা! অত্যাচার, অপমান নিয়ে সরব নোরা ফতেহি

Nora Fatehi: মরোক্কো থেকে এ দেশে এসেছিলেন কেরিয়ার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এই মুহূর্তে আকাশছোঁয়া সাফল্য তাঁর। তবে শুরুটা মোটেও এমন ছিল না। এ দেশ নাকি মোটেও ভালভাবে গ্রহণ করেনি।

Nora Fatehi: ভারতে 'ভয়াবহ' অভিজ্ঞতা! অত্যাচার, অপমান নিয়ে সরব নোরা ফতেহি
অত্যাচার, অপমান নিয়ে সরব নোরা ফতেহি
| Edited By: | Updated on: Feb 06, 2023 | 3:21 PM
Share

মরোক্কো থেকে এ দেশে এসেছিলেন কেরিয়ার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এই মুহূর্তে আকাশছোঁয়া সাফল্য তাঁর। তবে শুরুটা মোটেও এমন ছিল না। এ দেশ নাকি মোটেও ভালভাবে গ্রহণ করেনি। সাক্ষাৎকারে এমনই সব বিস্ফোরক মন্তব্য করেছিলেন নোরা। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে অডিশনে তাঁর খারাপ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন নোরা। তিনি বলেন, “অডিশনে আমার অভিজ্ঞতা খুব খারাপ ছিল। মানুষ একটুও সহানুভূতিশীল ছিলেন না। আমার দিকে তাকিয়ে হাসত তাঁরা রিক্সায় বসে চোখ ভিজে আসত জলে।” এখানেই নাকি শেষ নয়, নিজের দেশে বারংবার ফিরে যাওয়ার প্রস্তাবও নাকি দেওয়া হয় তাঁকে। এমনটাই জানিয়েছেন নোরা। তিনি যোগ করেন, “কাস্টিং ডিরেক্টর ডেকে বলে, ফিরে যাও, ফিরে যাও, তোমাদের মতো অনেক দেখেছি। আমরা কিন্তু ছোট থেকে হিন্দি ছবি দেখে বড় হয়ে উঠেছ। আরবের মানুষ শাহরুখের জন্য পাগল। তাঁরা অমিতাভ বচ্চন, কাজল, মাধুরী দীক্ষিতকে পূজা করে।” কিন্তু তা সত্ত্বেও নোরাকে পোহাতে হয়েছিল একের পর এক ঝক্কি, শুনতে হয়েছিল নানা খারাপ কথা।

তবে ওই যে সব ভাল তাঁর, শেষ ভাল যার। এই মুহূর্তে নোরার জীবনে শুধুই সাফল্য। বড় বড় ছবিতে কাজ করছেন তিনি। তাঁর নাচের জাদুতে বুঁদ সকলেই। সিনেমায় অভিনয়ের থেকেও তাঁকে বেশি দেখা গিয়েছেন আইটেম নাচেই। এ ছাড়াও বেশ কিছু নাচের রিয়ালিটি শো’তে বিচারকের ভূমিকাতেও দেখা গিয়েছে নোরাকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল থ্যাঙ্ক গড ছবিতে। আগামীতে জন আব্রাহাম ও রীতেশ দেশমুখের সঙ্গে তাঁকে দেখা যাবে হান্ড্রেড পারসেন্ট ছবিতে। কিছু দিন আগেই শাহরুখ খান ছেলের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন রটে। এ বছর দুবাইয়ে নববর্ষের যে পার্টি দিয়েছিলেন আরিয়ান খান, সেখানেও হাজির ছিলেন নোরা ফতেহি। একসঙ্গে নাকি ডিনারেও যান তাঁরা। এরপরেই গুঞ্জন জোরাল হয়। আজ তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা জারি। তবে অতীত বলছে অন্য কথা।