Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাত পোশাকে বিবাহিত নায়কের ঘরে রানি! খবর ছড়িয়ে পড়তেই…

Rani Mukherjee: রানি মুখোপাধ্যায় ও গোবিন্দার সেই রাত নিয়ে আজও চলে চর্চা। কী হয়েছিল সেদিন? তখন ৯০-এর দশক। সে সময় গোবিন্দার কেরিয়ার মধ্যগগনে। অন্যদিকে তখন সবে ডেবিউ করেছেন রানি।

রাত পোশাকে বিবাহিত নায়কের ঘরে রানি! খবর ছড়িয়ে পড়তেই...
Follow Us:
| Updated on: Jan 20, 2025 | 12:43 PM

বলিউডে কত কিছুই না ঘটে, তার কিছু প্রকাশ্যে আসে, কিছু আবার চাপা পড়ে যায় নিত্য ঘটনার ভিড়ে। এই যেমন রানি মুখোপাধ্যায় ও গোবিন্দার সেই রাত নিয়ে আজও চলে চর্চা। কী হয়েছিল সেদিন? তখন ৯০-এর দশক। সে সময় গোবিন্দার কেরিয়ার মধ্যগগনে। অন্যদিকে তখন সবে ডেবিউ করেছেন রানি।

ধীরে ধীরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে মরিয়া নায়িকা। এমন সময়েই গোবিন্দার সঙ্গে অভিনয়ের সুযোগ আসে তাঁর। একের পর এক ছবি হিট হতে থাকে তাঁদের। ‘হদ কর দি আপনে’ ছবির শুটিংয়ে একটা দীর্ঘসময় বিদেশে থাকতে হয়েছিল তাঁদের। আর বাইরে শুটিং করতে গিয়েই কাছাকাছি আসেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, ফাঁক পেলেই নিজেদের মতো করে সময় কাটাতে শুরু করেন দু’জনে। উপহার হিসেবে রানির কাছে পৌঁছে যেতে থাকে দামি গাড়ি, ফ্ল্যাট আরও কত কী… ঠিক এমন সময়েই একবার এক সাংবাদিক যান রানির সাক্ষাৎকার নিতে এক হোটেলে। সেখানেই ঘটে যায় ভয়ানক ঘটনা। অন্তত বলিউডের রটনা তেমনটাই

সেই সাংবাদিক দাবি করেন রানির বেডরুম থেকে রাত পোশাকে গোবিন্দাকে বের হতে দেখেছেন তিনি। এই খবরে চতুর্দিকে আলোড়ন বয়ে যায়। শোনা যায়, স্ত্রীর সঙ্গে সংসারও ভাঙতে বসে তাঁর। স্ত্রী নাকি গোবিন্দাকে রানির সঙ্গে কাজ না করার শর্ত দেন, অন্যদিকে রানি দাবি করেছিলেন, তিনি শুধুই গোবিন্দার বন্ধু। তাঁকে আখ্যা দিয়েছিলেন ‘হামদরদ’। যদিও সে সব অতীত। আজ আদিত্য কাপুরের সঙ্গে সুখে সংসার করছেন রানি। কিন্তু সেই যে কলঙ্ক! আজও তার দায়ভার বইতে হয় গোবিন্দাকে। তাঁকে নিয়ে আজও চলে নানা চর্চা।