‘বাবা দিয়ে হয় না…’, কোয়েলকে সিনেমা থেকে বাদ দিতে বলেছিলেন রঞ্জিত মল্লিক, কেন?

রঞ্জিত মল্লিকই চাননি তাঁর মেয়ে কোয়েল মল্লিক বাবার পরিচয়ে টলিউডে কাজ পাক। নিজে গিয়ে পরিচালককে বলেছিলেন, কাজ ভাল না হলে মেয়েকে বাদ দিয়ে দিতে। 

বাবা দিয়ে হয় না..., কোয়েলকে সিনেমা থেকে বাদ দিতে বলেছিলেন রঞ্জিত মল্লিক, কেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 03, 2025 | 5:20 PM

স্টারকিড নিয়ে বরাবরই সিনেপাড়ার অন্দরমহলে চর্চা বর্তমান। অনেকেই মনে করেন স্টারকিড হওয়া মানেই ভাগ্য খুলে গেল। এক ধাক্কায় অনেকটা পথ এগিয়ে যাওয়া যায়। তবে সব ক্ষেত্রে তা সত্যি নয়। কারণ রঞ্জিত মল্লিকই চাননি তাঁর মেয়ে কোয়েল মল্লিক বাবার পরিচয়ে টলিউডে কাজ পাক। নিজে গিয়ে পরিচালককে বলেছিলেন, কাজ ভাল না হলে মেয়েকে বাদ দিয়ে দিতে।

ঠিক কী বলেছিলেন রঞ্জিত মল্লিক? অভিনেতার কথায়, “কোয়েল তো বিশ্বাসই করতে পারেনি। বলে– “বাবা। তুমি আমায় বাদ দিয়ে দিতে বললে!” আসলে কী বলুন তো, বাদ দেওয়ার কথা বলেছিলাম দু’টো কারণে। একটা ফিল্ম তৈরিতে অনেক টাকা লাগে। তাই নতুন মেয়ে যদি ঠিক করে টানতে না পারে। আর দুই, যদি কোনও কারণে রিজেক্টেড হয়ে যায় পরে বাবা হিসেবে আমারও তো খারাপ লাগবে। তাই আগেই বলেই রেখেছিলাম বাজে করলে বাদ। কিন্তু কোয়েলের ভাগ্য ভাল। সবটা ভাল হয়েছিল। মেয়েকে বলেছিলাম, “কোয়েল, একটা কিংবা মেরেকেটে দু’টো ছবিতে লোকে তোমায় পাঠ পাইয়ে দেবে রঞ্জিত মল্লিকের মেয়ে বলে। অনেকের কৌতুহল থাকবে, যাই দেখে আসি, রঞ্জিত মল্লিকে মেয়ে কী অভিনয় করেছে। কিন্ত থার্ড ছবি থেকে নয়। ওটা তোমাকে নিজেকে প্রমাণ দিতে হবে। বাবা-টাবা দিয়ে চলবে না। এটাই নিয়ম। শুধু আমার ক্ষেত্রে নয়। সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বাবা দিয়ে হয় না।” নিজে যদি মনযোগী না হয়। সে দিক দিয়ে আমি খুশি। কোয়েল নিজের কাজটা মন দিয়ে করে।”

জানেন কোন ছবির কথা হচ্ছে? পরিচালক হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’ ছবি। তিনি প্রথম লঞ্চ করেন কোয়েল মল্লিককে। রঞ্জিত মল্লিকের কথায়, “হর যখন ‘নাটের গুরু’তে ওকে নিল, আমি পরিষ্কার করে হরকে বললাম, “হর দু’দিন দেখবেন, যদি দেখেন পারছে না তাহলে ওকে বাদ দিয়ে অন্য মেয়েকে নিয়ে নেবেন।”