
রেখা-অমিতাভ বচ্চন। বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের সম্পর্ক নিয়ে আজও জল্পনা তুঙ্গে। বলিউডের ওলিতে-গলিতে তাঁদের নানান গল্প ছড়িয়ে রয়েছে। তেমনই এক কাহিনি সামনে আনেন বলিউডের অভিনেতা-পরিচালক রঞ্জিত। রেখার সিদ্ধান্তে যাঁর রীতিমত মাথায় হাত পড়েছিল। বলিউড অভিনেতা রঞ্জিত একটা সময় স্থির করেন অভিনয় ছেড়ে পরিচালনায় আসবেন। সেই মতো একটি চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন তিনি। নাম দিয়েছিলেন ‘কারনামা’। যে ছবিতে অভিনয় করার কথা ছিল, ধর্মেন্দ্র, রেখা ও জয়া প্রদার। তবে সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রেখা। কারণ জানলে অবাক হবেন।
শুটিং শিডিউল নিয়ে কম বেশি সমস্যা অনেক অভিনেতা-অভিনেত্রীরই হয়ে থাকে। তবে সকলেই যথাযত মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রযোজনা সংস্থা থেকেই সেই বিষয়গুলোর ওপর মূলত লক্ষ্য রাখা থাকে। তবে এই ছবির ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় অন্য। রেখার ব্যক্তিগত সমস্যা। যেখানে রেখা কেবল মাত্র অমিতাভের জন্যে ছবি থেকে মাঝ পথে সরে যান।
২০১৫ সালে এক সাক্ষাৎকারে রঞ্জিত সেই কাহিনি সামনে এনেছিলেন। এই ছবিটা ছিল তাঁর স্বপ্নের প্রজেক্ট। ফলে তিনি সবটা উজার করে দিয়ে শুট করছিলেন। শুটের সময় ছিল সন্ধ্যা। একদিন হঠাৎই রেখা এসে তাঁকে জানান, তাঁর পক্ষে সন্ধ্যাবেলায় শুট করা সম্ভবপর নয়। কারণ তিনি তাঁর সন্ধ্যাটা ফাঁকা রাখতে চান অমিতাভের জন্যে। রঞ্জিত রেখাকে অনুরোধ করেছিলেন, তিনি যেন এমন দাবি না করেন, তাতে সমস্যা হবে ইউনিটের ও অন্যান্য কাস্টের। তবে সেই শর্ত মানতে রাজি ছিলেন না রেখা। ফলে তিনি মাঝ পথেই ছবি থেকে সরে যান। যার ফল স্বরূপ র়ঞ্জিতকে সেই ছবি আবার শুরু থেকে শুট করতে হয়।