‘ছোট থেকে এমনটাই দেখে এসেছি, তাই…’, নিজের কোন খামতির কথা বললেন ঋষি?

'খুল্লাম খুল্লা'তে নিজের জীবনের অনেক সিক্রেট ফাঁস করেছেন ঋষি। সেখানেই উঠে এসেছে তাঁর সঙ্গে রণবীরের সম্পর্ক। ঋষি জানিয়েছেন, সারাজীবন রণবীরের বাবার ভূমিকাই পালন করে গিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কোনওদিন বন্ধু হতে পারেননি।

ছোট থেকে এমনটাই দেখে এসেছি, তাই..., নিজের কোন খামতির কথা বললেন ঋষি?

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 29, 2025 | 2:28 PM

২০২০ সালে প্রয়াত হন ঋষি কাপুর। আপাততদৃষ্টিতে ছেলে রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক মন্দ ছিল না। তবে জানেন কি, সারা জীবন বুকের ভিতর ছেলেকে নিয়ে এক কষ্ট নিয়েই বিদায় নেন ঋষি। কী সেটি? শুনলে কষ্ট পাবেন আপনিও। ২০১৭ সালে নিজের বই ‘খুল্লাম খুল্লা’তে নিজের জীবনের অনেক সিক্রেট ফাঁস করেছেন ঋষি। সেখানেই উঠে এসেছে তাঁর সঙ্গে রণবীরের সম্পর্ক। ঋষি জানিয়েছেন, সারাজীবন রণবীরের বাবার ভূমিকাই পালন করে গিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কোনওদিন বন্ধু হতে পারেননি।

দু’জনের মধ্যে জন্ম নিয়েছিল এক দূরত্ব। তাঁর কথায়, “আমার মধ্যে যে দূরত্ব রয়েছে। ওই একই দূরত্ব আমার ও আমার বাবার মধ্যেও ছিল। আমি ও রণবীর দু’জন দু’জনকে অনুভবই করতে পারি না।” যোগ করেছিলেন, “ওর কথা জানি না, কিন্তু আমি সত্যি পারি না। মাঝেমধ্যে মনে হয় ছেলের বন্ধু হওয়া বাকি রয়ে গেল আমার। আমি ভীষণ কড়া একজন বাবা। আসলে আমিও তো ছোট থেকে এমনটাই দেখে এসেছি। বাবাদের এমনই হওয়া উচিৎ”।

শুধু ঋষি নয়, রণবীরও এক সাক্ষাৎকারে বাবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। বলেছিলেন, “আমার বাবা আমার বন্ধু নন। উনি শুধু বাবাই। আমি গিয়ে তাঁর সঙ্গে মজা করতে পারি না।” তবে নিতু কাপুরের সঙ্গে কিন্তু ছেলের সম্পর্ক এরকম নয়। রণবীরের সঙ্গে সারাজীবন বন্ধুর মতোই মিশেছেন তিনি। সে কারণে শেষ বয়সে হতাশাও কাজ করত ঋষির। নিজেই বইয়ে জানিয়েছিলেন সে কথাও।