‘ছেলের বন্ধু হওয়া বাকি রয়ে গেল…’, রণবীরকে নিয়ে কীসের আক্ষেপ ছিল ঋষির?

কী সেটি? শুনলে কষ্ট পাবেন আপনিও। ২০১৭ সালে নিজের বই 'খুল্লাম খুল্লা'তে জীবনের অনেক সিক্রেট ফাঁস করেছিলেন ঋষি। সেখানেই উঠে এসেছে তাঁর সঙ্গে রণবীরের সম্পর্ক।

ছেলের বন্ধু হওয়া বাকি রয়ে গেল..., রণবীরকে নিয়ে কীসের আক্ষেপ ছিল ঋষির?

| Edited By: জয়িতা চন্দ্র

May 18, 2025 | 6:59 PM

বলিউডের অন্যতম প্রাণবন্ত অভিনেতা ঋষি কাপুর। অধিকাংশের সঙ্গেই তাঁর সম্পর্ক ছিল বেশ মধুর। আপাততদৃষ্টিতে ছেলে রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক মন্দ ছিল না। তবে জানেন কি, সারা জীবন বুকের ভিতর ছেলেকে নিয়ে এক কষ্ট নিয়েই বিদায় নেন ঋষি। কী সেটি? শুনলে কষ্ট পাবেন আপনিও। ২০১৭ সালে নিজের বই ‘খুল্লাম খুল্লা’তে জীবনের অনেক সিক্রেট ফাঁস করেছিলেন ঋষি। সেখানেই উঠে এসেছে তাঁর সঙ্গে রণবীরের সম্পর্ক।

দু’জনের মধ্যে জন্ম নিয়েছিল এক অদ্ভুত দূরত্ব। তাঁর কথায়, “আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে। ওই একই দূরত্ব আমার ও আমার বাবার মধ্যেও ছিল। আমি ও রণবীর দু’জন দু’জনকে অনুভবই করতে পারি না।”

আরও লিখেছিলেন, “ওর কথা জানি না, কিন্তু আমি সত্যি পারি না। মাঝেমধ্যে মনে হয় ছেলের বন্ধু হওয়া বাকি রয়ে গেল আমার। আমি ভীষণ কড়া একজন বাবা। আসলে আমিও তো ছোট থেকে এমনটাই দেখে এসেছি। বাবাদের এমনই হওয়া উচিৎ”। শুধু ঋষি নয়, রণবীরও এক সাক্ষাৎকারে বাবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। বলেছিলেন, “আমার বাবা আমার বন্ধু নন। উনি শুধু বাবাই। আমি গিয়ে তাঁর সঙ্গে মজা করতে পারি না।”

তবে নিতু কাপুরের সঙ্গে কিন্তু ছেলের সম্পর্ক এরকম নয়। রণবীরের সঙ্গে সারাজীবন বন্ধুর মতোই মিশেছেন তিনি। সে কারণে শেষ বয়সে হতাশাও কাজ করত ঋষির। নিজেই বইয়ে জানিয়েছিলেন সে কথাও।