প্রকাশ্যে কাঞ্চনকে একহাত নিলেন সাবিত্রী! মুহূর্তে হলে সিটি-করতালি…
নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় কাঞ্চন মল্লিক , গৌরব চক্রবর্তী , সৌরসেনী মৈত্র সহ অনেক।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় সব সময় নতুন বিষয় নিয়ে ছবি করে এসেছেন। এবার মাতৃদিবসে তাঁদের নতুন ছবি ‘আমার বস’ দর্শকদের সামনে তেমনই এক নতুন বিষয়ের গল্প নিয়ে হাজির হয়েছে। মা ও ছেলের সম্পর্কের আবর্তে উঠে আসে সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর্থ সামাজিক কারণে পরিবার ছোট হতে হতে এখন সমাজের বয়স্ক নাগরিকদের নানা সমস্যার চোখে পড়ে।
বহু বছর পর কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারকে বাংলা ছবিতে দেখে দর্শক আবেগ বিহ্বল হয়ে পড়ছে। নন্দিতা-শিবপ্রসাদ এমন পরিচালক, যাঁরা দর্শকদের জন্য দর্শকদের কথা ভেবেই ছবি পরিকল্পনা করেন। যেখানে থাকে পারিবারিক সম্পর্কের যোগ, থাকে সংবেদনশীল সংলাপ। যেমন এই ছবিতে একই দৃশ্যে দেখা গিয়েছে কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ও অভিনেতা কাঞ্চন মল্লিককে। সিনেমার দৃশ্যে কাঞ্চন মল্লিকের চরিত্রকে সাবিত্রী চট্টোপাধ্যায় সংলাপের মাধ্যমে যেভাবে আক্রমণ করে, তাতে হলের ভিতরে হাসির রোল ওঠে। রিল ও রিয়েল এর মধ্যে সুক্ষ তফাত মাঝে মধ্যেই যেন কোথাও গিয়ে হারিয়ে ফেলছে দর্শক। তবে বাস্তবে যাই থাকুক, অভিনেতা কাঞ্চন মল্লিক বা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের রসায়ন দর্শকদের অনাবিল আনন্দ জুগিয়েছে। সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁর অভিনয়ে দর্শকদের কাছে আবার প্রমাণ করেছেন অভিনয়ে তিনিই আসল ‘বস’। অভিনয় পেশাটাই এমন। বাস্তবে সম্পর্কের সমীকরণ যেমনই হোক না কেন, ক্যামেরা রোল হলেই সবটা ধুয়ে মুছে সাফ। তখন কেবলই চরিত্র হয়ে ওঠা। তা আরও একবার প্রমাণ করলেন এই জুটি।
প্রসঙ্গত, নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় কাঞ্চন মল্লিক , গৌরব চক্রবর্তী , সৌরসেনী মৈত্র সহ অনেক।





