সলমনের জুতোতে প্রস্রাব, মেজাজ হারিয়ে পরিচালককে কষিয়ে চড় ভাইজানের

Bollywood Controversy: জেনে নেওয়া যাক, বলিপাড়ার সেই ‘ফাইট’ যা নিয়ে আজও হয় আলোচনা। সলমনের অভিযোগ ছিল সুভাষ নাকি তাঁর জুতোয় প্রসাব করে দেন। পুরো ঘটনা জানিয়েছিলেন সলমনের বাবা সেলিম খান।

সলমনের জুতোতে প্রস্রাব, মেজাজ হারিয়ে পরিচালককে কষিয়ে চড় ভাইজানের

| Edited By: জয়িতা চন্দ্র

Feb 13, 2025 | 8:27 PM

সলমন খানের কথাতেই নাকি ওঠে-বসে বলিউড! তাঁর প্রতিপত্তি কিছু কম নয়। জানেন কি এ হেন সলমন খান একবার এক পার্টিতে ঠাটিয়ে চড় মারেন সুভাষ ঘাইকে। তারপর সে কী কাণ্ড। জেনে নেওয়া যাক, বলিপাড়ার সেই ‘ফাইট’ যা নিয়ে আজও হয় আলোচনা। সলমনের অভিযোগ ছিল সুভাষ নাকি তাঁর জুতোয় প্রসাব করে দেন। পুরো ঘটনা জানিয়েছিলেন সলমনের বাবা সেলিম খান।

সেলিমের কথায়, পরিচালকের সঙ্গে ছেলের জোর ঝামেলা লাগে এক পার্টিতে। হুট করে মাথা গরম করে ফেলা সলমন নিজেকে ধরে রাখতে পারেননি। কষিয়ে থাপ্পড় মেরে মারেন তাঁকে। সলমনের অবশ্য দাবি ছিল, “ওই লোকটা আমায় চামচ দিয়ে মেরেছিল, আমার মুখের উপর প্লেট ভেঙেছিল। এমনকি আবার জুতোতেও প্রস্রাবও করে দেয়। আমার ঘাড় ধরে টানে। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। তাই মেরেছি।” যদিও বয়সে বড় সুভাষকে মেরে চরম অনুশোচনায় দগ্ধ হন সলমন। বাবার কাছে গিয়ে নিজের মনের কথা জানান। পরের দিন সকালে বাবা সেলিম ছেলেকে নির্দেশ দেন সুভাষের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য।

সুভাষের কথায়, “আমাকে চড় মারার পরের দিন অপরাধ করে ফেলা শিশুর মতো আমার কাছে আসে সলমন। কাঁচুমাচু মুখ করে বলে, ‘এসেছি কারণ বাবা চায় আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিই।’ আমি জিজ্ঞাসা করি, ‘বাবা চায় বুঝলাম, তুমি চাও না’? ও তক্ষুণি বলে ওঠে, ‘হ্যাঁ হ্যাঁ, আমিও চাই।’ ব্যস, আর রাখ পুষে রাখেননি সুভাষ। বরফ গলে জল হয়। পরবর্তীকালে সুভাষের পরিচালনায় ‘যুবরাজ’ ছবিতেও অভিনয় করেন সলমন। এত বছর হয়ে গেলেও আজও তাঁদের বন্ধুত্ব অটুট।