প্রকাশ্যে ক্যাটরিনাকে অপমান! এ কী বলে বসেন ভাইজান?

সলমনের থেকে এ অস্বস্তিকর মন্তব্য আশা করেননি ক্যাটরিনা। লজ্জায় লাল হয়ে যায় তাঁর মুখ। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। তবে সে সব এখন অতীত। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে ক্ষোভ। সলমন ও ক্যাটরিনার মধ্যে এখন যদিও আর কোনও বৈরিতা নেই।

প্রকাশ্যে ক্যাটরিনাকে অপমান! এ কী বলে বসেন ভাইজান?

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 23, 2025 | 6:35 PM

সলমন খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। শোনা যায় বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর নাকি বিচ্ছেদ হয় তাঁদের। তবে শোনা যায়, বিচ্ছেদ নাকি মোটেও সুখকর ছিল না তাঁদের। কেন ব্রেক আপ হয়েছিল তা নিয়েও ধোঁয়াশা বর্তমান। আবার কখনও কখনও শোনা যায় তাঁরা নাকি সম্পর্কে ছিলেনই না। কেউ বলেন, রণবীর কাপুরের প্রেমে পড়েই নাকি সলমনকে ছাড়েন ক্যাটরিনা। আরও একাংশের মতে, ক্যাটরিনাকে নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন ভাইজান, যা মেনে নিতে পারেননি ক্যাট।

কী হয়েছিল তা সকলের অজানা, তবে বিচ্ছেদের পর ক্যাটরিনাকে ছেড়ে কথা বলেননি ভাইজান। প্রকাশ্যেই তাঁকে করেছিলেন অপমান। বিগ বস-এ একবার আমন্ত্রিত হয়ে এসেছিলেন ক্যাটরিনা। সে সময় তাঁর ‘তিস মার খাঁ’ মুক্তি পাওয়ার কথা। সলমন ক্যাটরিনাকে জিজ্ঞাসা করেন, “ছবিতে তাঁর হিরো কে?” ক্যাটরিনা অক্ষয়ের নাম নিতেই ভাইজান বলেন, “অক্ষয় কুমার, সলমন খান সবার সঙ্গেই কাজ করে নিয়েছ। এখন তুমি আবার রণবীর কাপুরকে ধরেছ। আরও নীচে নামবে তুমি? এর থেকেও যুবক কাউকে চাই?”

সলমনের থেকে এ অস্বস্তিকর মন্তব্য আশা করেননি ক্যাটরিনা। লজ্জায় লাল হয়ে যায় তাঁর মুখ। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। তবে সে সব এখন অতীত। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে ক্ষোভ। সলমন ও ক্যাটরিনার মধ্যে এখন যদিও আর কোনও বৈরিতা নেই। ক্যাটরিনা ভালবেসে বিয়ে করেছেন ভিকি কৌশলকে। অন্যদিকে আজও সিঙ্গল সলমন খান।