‘আমার তো বলেন…’, বিয়ের আগে সুখবর! সলমনের নিশানায় কে?

বিয়ের পর পরিবারের থেকে চাপ আসতে শুরু করে অনেক সময়। নবদম্পতিকে বারবার জিজ্ঞেস করা হয় নাতি-নাতনির মুখ কবে দেখাবেন তাঁরা। এমন চাপ দিতে থাকেন বাড়ির প্রবীণ মহিলারাই।

আমার তো বলেন..., বিয়ের আগে সুখবর! সলমনের নিশানায় কে?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 22, 2025 | 7:47 PM

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বলিউডের অন্যতম সুন্দরী ও প্রতিভাময়ী অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেছিলেন প্রযোজক বনি কাপুর। বিয়ের পরপরই অন্তঃসত্ত্বা হয়েছিলেন শ্রীদেবী। জন্ম হয় তাঁদের কন্যা জাহ্নবী কাপুরের। কিছু বছর পরই জন্ম হয় ছোট মেয়ে খুশি কাপুরেরও। একবার সন্তানের জন্ম নিয়ে শ্রীদেবীকে প্রশ্ন করেছিলেন সলমন। লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন শ্রীদেবী।

বিয়ের পর পরিবারের থেকে চাপ আসতে শুরু করে অনেক সময়। নবদম্পতিকে বারবার জিজ্ঞেস করা হয় নাতি-নাতনির মুখ কবে দেখাবেন তাঁরা। এমন চাপ দিতে থাকেন বাড়ির প্রবীণ মহিলারাই। যেমন-শাশুড়ি, দিদি-শাশুড়ি, এঁরাই। সেরকম কোনও সমস্যার মুখে কি পড়তে হয়েছিল শ্রীদেবীকে? প্রশ্ন করেছিলেন সলমন। জবাব দিয়েছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। তিনি বলেছিলেন, “চাপ আসার আগেই সব হয়ে গিয়েছিল। আমরা গুডনিউজ় দিয়ে দিয়েছিলাম।” মজা করে সলমন বলেছিলেন, “আমার মা তো বলেন, বিয়ে পরে করো, কিন্তু আগে গুড নিউজ় শুনিয়ে দাও।”

শ্রীদেবীর সঙ্গে বিয়ের আগে আরও একবার বিয়ে করেছিলেন বনি। স্ত্রী মোনা সুরি কাপুরের মৃত্যুর পর শ্রীদেবীকে বিয়ে করেন তিনি। আগের পক্ষের আরও দুই সন্তান রয়েছে বনির-পুত্র অর্জুন কাপুর ও কন্যা অংশুলা কাপুর। মোনার মৃত্যু হয় ১৯৯৬ সালে। ওই বছরই শ্রীদেবীকে বিয়ে করেন বনি। ২০১৮ সালে দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের বাথটাব থেকে মেলে শ্রীদেবীর মৃতদেহ। শ্রীদেবীর বয়স তখন ৫৪ বছর।