Salman Khan: বউ নায়িকা হলে ওর অভিনয় ছাড়িয়ে দেব: সলমন খান

Salman Khan: খাতায় কলমে বয়স ৫৭, এখনও সলমন অবিবাহিত। নিজেকে দাবি করেন ভার্জিন। যদিও তাঁর প্রেমিকার খামতি কোনওদিনই ছিল না।

Salman Khan: বউ নায়িকা হলে ওর অভিনয় ছাড়িয়ে দেব: সলমন খান
সলমন খান।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 14, 2023 | 6:32 PM

 

খাতায় কলমে বয়স ৫৭, এখনও সলমন অবিবাহিত। নিজেকে দাবি করেন ভার্জিন। যদিও তাঁর প্রেমিকার খামতি কোনওদিনই ছিল না। ঐশ্বর্যা রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ– সলমনের মন জুড়ে নিত্য আনাগোনা ছিল তাঁদের। তবে জানেন কি, একবার বিয়ে নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে সলমন দিয়েছিলেন এক বিতর্কিত উত্তর।

‘দশ কা দম’ নামে এক রিয়ালিটি শো’য়ে একবার কঙ্গনা রানাওয়াত ও সলমন হাজির হয়েছিলেন। হাজির হয়েছিলেন এক জ্যোতিষীও। কঙ্গনা তাঁকে অনুরোধ করেন, সলমনের কবে বিয়ে হবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করার জন্য। সেই জ্যোতিষী অনুমান করেন, ৪৯ বছরে বিয়ে হবে তাঁর। তিনি এও জানান, তাঁর হবু স্ত্রী এই ইন্ডাস্ট্রির অর্থাৎ ফিল্মি জগতের সঙ্গে সম্পর্কিত হবেন না। সেই শুনে সলমন স্পষ্ট উত্তর দেন, “যদি সে এই ইন্ডাস্ট্রির হয়ও, তবেও আমি ওর অভিনয় করা বন্ধ করে দেব।” এই বক্তব্যের পর বেশ বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন কী করেন সলমন এ হেন মন্তব্য করতে পারেন?

সলমনের হবু স্ত্রীকে নিয়ে যখন ওই জ্যোতিষী একের পর এক মন্তব্য করে যাচ্ছেন, পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সলমনও। তিনি জিজ্ঞাসা করেন তাঁকে, “আপনার কি সত্যিই মনে হয় আমি অবিবাহিত? আমার বিয়ে হয়নি?” অভিনয় জীবনে বারেবারেই বিতর্কে জড়িয়েছেন সলমন। বারেবারেই তাঁকে নিয়ে রটেছে অনেক রটনা। অভিযোগ উঠেছে প্রেমিকাকে মারধরেরও। যদিও সলমনের বিপরীতে গিয়ে আজ পএরজন্ত কেউ কোনওদিন কোনও মন্তব্য করতে সাহস পাননি। সম্প্রতি বিদেশে এক সাংবাদিক তাঁকে বিয়ের প্রস্তাব দেন। যদিও সলমন তা নাকোচ করে দেন। সেই সাংবাদিককে মজা করে বলেন, “আমার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। আরও কিছু দিন আগে হলে ভেবে দেখা যেত।”