সঞ্জয়ের রোষেই কি কেরিয়ার শেষ আমিশার? কী এমন ভুল করেছিলেন

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিষয়টা হয়ে ওঠে স্পষ্ট। তবে তাঁর এই খোলামেলা পোশাক নিয়েই রীতিমত প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যদিও তাতে বিন্দুমাত্র কান দিতে নারাজ আমিশা।

সঞ্জয়ের রোষেই কি কেরিয়ার শেষ আমিশার? কী এমন ভুল করেছিলেন

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 30, 2025 | 9:51 PM

আমিশা প্যাটেল বলিউডে যিনি পা রাখার পর থেকেই নিজের বোল্ড লুকে ঝড় তুলেছিলেন, এক কথায় বলতে গেলে সকলকে তাক লাগিয়েছিলেন তা প্রথম ছবিতেই, সেই অভিনেত্রী একটা সময়ের পর বি-টাউনে কোণঠাঁসা হয়ে ওঠেন। তার কারণ কি কেবল সঞ্জয় দত্ত! একবার এমনই খবর শোনা যাচ্ছে বি-টাউনে কান পাতলে। ঝড়ের গতিতে ভাইরাল আমিশা প্যাটেল ও সঞ্জয় দত্তের বচসার কাহিনি। ঠিক কী ঘটেছিল! খোলামেলা পোশাক আমিশার জন্য নতুন কিছু নয়।

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিষয়টা হয়ে ওঠে স্পষ্ট। তবে তাঁর এই খোলামেলা পোশাক নিয়েই রীতিমত প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যদিও তাতে বিন্দুমাত্র কান দিতে নারাজ আমিশা। সঞ্জয় দত্তের সঙ্গেও ঘটে একই কাণ্ড। এক অনুষ্ঠানে আমিশা প্যাটেল ও সঞ্জয় দত্ত দুজনেই উপস্থিত ছিলেন। সেখানেই একটু বেশি খোলামেলা পোশাক পরে উপস্থিত হয়েছিলেন আমিশা। যা দেখে বিষয়টা পছন্দ করেননি সঞ্জয় দত্ত। তিনি উল্টে জানিয়েছিলেন, দোপাট্টা দিয়ে আমিশা যেন নিজের পোশাক ঢেকে নেয়। তাতেই রেগে গিয়েছিলেন আমিশা।

জানিয়েছিলেন, সঞ্জয় দত্ত পুরোনো চিন্তার মানুষ। তিনি এই বিষয় কথা বলার কে! আর তারপরই একের পর এক ছবি হাতছাড়া। অন্তত টিনসেল টাউনের তেমনটাই মতামত। ঝড়ের গতিতে ছড়ায়ে পড়েছিল এই খবর। যদিও সঞ্জয় দত্ত এই নিয়ে পরবর্তীতে কোনও মন্তব্যই করেননি, তবে শোনা গিয়েছিলেন তিনি আমিশার সঙ্গে ছবি করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টাও করেছিলেন আমিশা। জানিয়েছিলেন সঞ্জয় দত্ত তাঁর শুভাকাঙ্খি, তবে তাতে সম্পর্কের বরফ খুব একটা গলেনি।

‘কাহো না পেয়ার হ্যায়’, যে ছবির হাত ধরে বলিউডে হৃত্বিক রোশনের অভিষেক, যে ছবির হাত ধরে বলিউড বক্স অফিসে ঝড় উঠেছিল, সেই ছবির নায়িকা আমিশা পাটেল। হৃত্বিকের সঙ্গে তাঁর জুটি এক কথায় বলতে গেলে ছিল সুপার হিট, একের পর এক ছবিতে পরবর্তীতে তাঁরা জোট বাঁধলেও কোথাও গিয়ে যেন ভক্তরা আর সেভাবে জায়গা করে দেয়নি আমিশা প্যাটেলকে। যার ফলে ধিরে ধিরে বলিউড থেকে মুছে যেতে থাকে এই নাম। বারে বারে কাজে ফিরতে চেয়েছেন তিনি। থাকতে চেয়েছিলেন লাইম লাইটে। কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নি তাঁর। আজ সেসব অতীত। যদিও বহুদিন পর ব্রেক পেয়েছেন তিনি, গদর ২ নিয়ে গতবছর থেকেই ফিরেছেন চর্চায়।