AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh-Suhana: জরুরী মিটিং-এ শাহরুখ, কথার মাঝে সুহানা জেদ ধরতেই মেজাজ হারান বাদশা, তারপর…

Bollywood Gossip: শাহরুখ খানের সঙ্গেই নাকি ছবি করতে চলেছেন সুহানা। যদিও এই খবরে সিলমোহর দেননি সুহানা কিংবা শাহরুখ খানের কেউই। তবে বলিউডের অন্দরমহলে এমনই গুঞ্জন বছরের শুরু থেকেই তুঙ্গে। চলতি বছরেই শুট।

Shahrukh-Suhana: জরুরী মিটিং-এ শাহরুখ, কথার মাঝে সুহানা জেদ ধরতেই মেজাজ হারান বাদশা, তারপর...
Follow Us:
| Updated on: Aug 01, 2024 | 4:41 PM

সুহানা খান, বাবার আদরের মেয়ে। সাধারণত শাহরুখ খান তাঁর সন্তানদের নিয়ে কোনওদিন কোনও অভিযোগ করেন না। বরং প্রকাশ্যে প্রত্যেকের প্রশংসাই করে এসেছেন। এবং তিন সন্তানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কতটা গভীর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে সেই আদরের মেয়ের ওপরেই একবার মেজাজ হারিয়ে ছিলেন শাহরুখ খান। কেবিসি-তে সুহানা খান আসতেই সেই প্রসঙ্গ তুললেন অমিতাভ বচ্চন। এবার যেদ ধরে বসেন সুহানা খান। শাহরুখ খান তাঁকে বলেছিলেন তিনি যেন সাঁতার না কাটেন। কিন্তু সুহানা তা শুনতে বিন্দুমাত্র রাজি ছিলেন না।

বাবা মানা করার পরও সে বারবার একই কথা বলতে থাকে। তা দেখে রীতিমত মেজাজ হারিয়ে চিৎকার করেন শাহরুখ খান। অমিতাভ বচ্চন জানান, তখন সুহানার সত্যি কোনও ইচ্ছে ছিল না সাঁতার কাটার। কিন্তু যেহেতু তাঁকে মানা করা হয়েছে, এক প্রকার যেদ শুরু করেন সুহানা। সুহানার কথায়, বাবা সেই একবারই হয়তো আমায় কোনও কাজ করতে নিষেধ করেছিলেন। বাবা নয়তো কখনই কোনও কাজে বাধা দেন না। প্রসঙ্গত ২০২৩ সালের শেষে মুক্তি পেয়েছে সুহানা খানের প্রথম কাজ দ্য আর্চিস। যেখানে তাঁর কাজ বেশ প্রশংসিত। যদিও খুশি কাপুর সেভাবে দর্শক মনে জায়গা করতে পারেননি।

তবে এবার শোনা যাচ্ছে অন্য খবর। শাহরুখ খানের সঙ্গেই নাকি ছবি করতে চলেছেন তিনি। যদিও এই খবরে সিলমোহর দেননি সুহানা কিংবা শাহরুখ খানের কেউই। তবে বলিউডের অন্দরমহলে এমনই গুঞ্জন বছরের শুরু থেকেই তুঙ্গে।