‘কী যে দুঃখ হতো’, হোটেলে সন্তানদের আগলে ধরে কাঁদতেন শাহরুখ

কী এমন ঘটেছিল তাঁর সঙ্গে? সাল ২০১৪, প্রসঙ্গ আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের জীবনে নেমে এসেছিল হঠাৎ ঝড়। আবু ধাবিতে হচ্ছিল আইপিএলের প্রথমার্ধ। সেখানে পরপর সব ক’টা ম্যাচেই পরাজয় ঘটছিল নাইটদের। আর তাতেই মুষড়ে পড়েন শাহরুখ।

কী যে দুঃখ হতো, হোটেলে সন্তানদের আগলে ধরে কাঁদতেন শাহরুখ

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 23, 2025 | 6:56 PM

মন খারাপ! অবসাদ! বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খানের সঙ্গেও ঘটেছিল এমন ঘটনা। হোটেলে দুই সন্তানকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে হয়েছিল তাঁকে। কী এমন ঘটেছিল তাঁর সঙ্গে? সাল ২০১৪, প্রসঙ্গ আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের জীবনে নেমে এসেছিল হঠাৎ ঝড়। আবু ধাবিতে হচ্ছিল আইপিএলের প্রথমার্ধ। সেখানে পরপর সব ক’টা ম্যাচেই পরাজয় ঘটছিল নাইটদের। আর তাতেই মুষড়ে পড়েন শাহরুখ।

শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “২০১৪ সালে আবু ধাবিতে পরপর সব কয়টা ম্যাচেই হেরে যাচ্ছিলাম আমরা। আমার মনে আছে আমার সন্তানদের সঙ্গে গিয়ে বসে থাকতাম। আর তারপরেই হোটেল রুমে একা একা ওদের সঙ্গে কাঁদতাম। আবার হেরে গেল, কী যে দুঃখ হতো।” তবে দুঃখ কখনও চিরস্থায়ী নয়। শাহরুখের ক্ষেত্রেও ঘটেছিল মির‍্যাকল। যে মুহূর্তে ওই টুর্নামেন্ট ভারতে নিয়ে আসা হয় পরপর সব কয়টা ম্যাচেই জয়লাভ করতে থাকে শাহরুখের টিম।

এখানেই শেষ নয় ওই সিজনে কাপও জেতে কেকেআর। সেই কথোপকথনেই তিনি জানান, “সবাই হঠাৎ করেই ভাল খেলতে শুরু করে। জীবন আসলে এমনটাই। আমি তো আমার কেকেআরের এই ম্যাচগুলো থেকে শিক্ষা নিই।” যতই এগিয়ে যাওয়ার কথা বলুন না কেন টিম হারলে কষ্ট তাঁরও হয়। শাহরুখের কথায়, “যাই বলি না কেন, খারাপ তো লাগেই। যতই জ্ঞান দিই না কেন, এই হয়, সেই হয়, যখন হারি, খুব খারাপ লাগে। খুবই কষ্ট হয়।”

কাজের দিক থেকে মাঝের কটা বছর খরা চলছিল শাহরুখের জীবনে। একের পর এক ছবি ফ্লপ হতে শুরু করেছিল তাঁর।সেই পর্বে তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’। ২০১৮ সালে তা মুক্তি পেয়েছিল। ছবিতে ছিলেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। এত বড় বড় কাস্ট থাকা সত্ত্বেও সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর ছবি করবেন না। রেস্তোরাঁর ব্যবসা করবেন। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল তাঁর ছবি থেকে। চার বছর পর আবারও কামব্যাক করছেন শাহরুখ। তাঁর ছবির নাম ‘পাঠান’। তিনি আবারও প্রমাণ করেন নিজের বলা শব্দগুলি কতটা সত্যি। জীবন কখনও একই গতিতে চলে না। তিনি আবারও হয়ে উঠলেন বলিউডের সেরা স্টার। একের পর এক হিট দিয়ে এবার বলিউড কিং নিজের আগামী প্রজেক্ট কিং নিয়ে ব্যস্ত।