‘ভগবান…এ কী হল?’ কন্যা সন্তান জন্মের পরই কেন এমনটা মনে হয় শাহিদের?

যদিও মেয়ে হওয়ায় আক্ষেপ হওয়া তো দূর, তিনি বরং খুশি হয়েছিলেন। পাশাপাশি মেয়ের বাবা হওয়ার যন্ত্রণাটাও সেদিন তিনি অনুভব করতে পেরেছিলেন। প্রথম সন্তান মেয়ে, সে জন্য নিজেকে ধন্য মনে করেন শাহিদ কাপুর। মিশার জন্মের বছর দুয়েক পর জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান জেইন।

ভগবান…এ কী হল? কন্যা সন্তান জন্মের পরই কেন এমনটা মনে হয় শাহিদের?

| Edited By: জয়িতা চন্দ্র

May 31, 2025 | 2:27 PM

২০১৫ সালে শাহিদ কাপুরের সঙ্গে বিয়ে হয় মীরা রাজপুতের। বিয়ের ঠিক এক বছরের মধ্যেই জন্ম নেয় তাঁদের মেয়ে মিশা। মিশা জন্ম নেওয়ার পর প্রথম যে কাজটি করেছিলেন শাহিদ, তা হল মীরার বাবা অর্থাৎ শ্বশুরমশাইকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু কেন ? অতীতে এক সাক্ষাৎকারে কারণ জানিয়েছিলেন শাহিদ নিজেই। কেন বিয়ের একবছর পর এই কাজ করেন তিনি? কী এমন ভুল করে বসেছিলেন? এই সমস্ত বিষয় নিজে মুখের সকলকে জানান বলিউডের কবীর সিং।

শাহিদের কথায়, “মেয়ে হওয়ার পর হঠাৎ করেই আমার মনে হয়, ভগবান…এ কী হল। এক বছর আগেই আমার বিয়ে হয়েছে। শুধু মনে হতে লাগে বছর ৩০ বাদে এই মেয়েটাকেও তো অপরের পরিবারে দিয়ে দিতে হবে।” আর সেই কারণেই শ্বশুরমশাইকে ফোন করে একটি বাক্যই বলছিলেন তিনি। শাহিদের কথায়, “বাবা, আমি যদি কোনও ভুল করে থাকি বিয়ের সময়, যদি আপনাদের বিরক্ত করে থাকি আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন।”

যদিও মেয়ে হওয়ায় আক্ষেপ হওয়া তো দূর, তিনি বরং খুশি হয়েছিলেন। পাশাপাশি মেয়ের বাবা হওয়ার যন্ত্রণাটাও সেদিন তিনি অনুভব করতে পেরেছিলেন। প্রথম সন্তান মেয়ে, সে জন্য নিজেকে ধন্য মনে করেন শাহিদ কাপুর। মিশার জন্মের বছর দুয়েক পর জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান জেইন। বর্তমানে মিশা ও জেইনকে নিয়ে শাহিদ ও মীরার সুখের সংসার।