ম্যাগাজিন থেকে রাতারাতি নিষিদ্ধ সুস্মিতা, কারণ জানলে চমকে উঠবেন

Sushmita Sen: আর্থিক সমস্যাকে দূরে সরিয়ে রেখে দেখেছিলেন স্বপ্ন। বিশ্ব জয় করার স্বপ্ন। সেই স্বপ্ন সত্যি হওয়ার পর জীবন বেশ কিছুটা বদলালেও তিনি নিজেকে খুব একটা পাল্টাতে প্রস্তুত ছিলেন না।

ম্যাগাজিন থেকে রাতারাতি নিষিদ্ধ সুস্মিতা, কারণ জানলে চমকে উঠবেন

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 25, 2025 | 6:41 PM

সুস্মিতা সেন, বিশ্বসুন্দরী। পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে সকলের নজর কেড়েছেন তিনি। পাশাপাশি মডেলিং কেরিয়ার থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও নিজের পসার জমিয়েছেন সুস্মিতা। যদিও কেরিয়ারের শুরু থেকেই একাধিক লড়াইয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে। নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। আর্থিক সমস্যাকে দূরে সরিয়ে রেখে দেখেছিলেন স্বপ্ন। বিশ্ব জয় করার স্বপ্ন। সেই স্বপ্ন সত্যি হওয়ার পর জীবন বেশ কিছুটা বদলালেও তিনি নিজেকে খুব একটা পাল্টাতে প্রস্তুত ছিলেন না। বরাবরই স্পষ্ট কথা বলতে দু’বার ভাবতেন না সুস্মিতা।

যা তাঁর মনে আসত, তাই তিনি মুখের ওপর বলে দিতেন। একটা সময় তাঁর এই স্বভাবই তাঁর সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এক সাক্ষাৎকারে একবার এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন সুস্মিতা। বলেছিলেন, “যদি আপনি আপনার মনের কথা খুলে বলেন, তবে আপনাকে বিরোধী বলে মনে করা হয়। আমার সঙ্গেও ঠিক তেমনটা হয়েছিল। রাতারাতি আমায় ম্যাগাজিনের কভার পেজ থেকে নিষিদ্ধ করা হয়। জানিয়ে দেওয়া হয়, আমায় যেন কেউ কাজ না দেয়।”

এরপর থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, মনের কথা তিনি মনেই রাখবেন। মনে মনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একটা সময় পর তিনি বোঝার চেষ্টা করেন, কীভাবে ভালভাবে খারাপ লাগাটা বুঝিয়ে দেওয়া যায়। তিনি সেই পথটাই বেছে নিয়েছিলেন। পরবর্তীতে তিনি সেটাই অভ্যাস করে তোলেন।