‘কীর্তন টু’-র সিনেমা হলে আর টিভিতে মুক্তির ব্যবধান মাত্র দুই সপ্তাহ, নতুন ট্রেন্ড?

স্টার জলসায় 'কীর্তন টু' দেখানো হবে ১৮ জানুয়ারি। আবার নতুন বছর পড়ার আগেই ঘোষণা করে দেওয়া হলো, ৯ জানুয়ারি বাংলার সিনেমা হলে আসবে এই ছবি। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী একটা ছবির সিনেমা হলে মুক্তি আর ওটিটি রিলিজের মধ্যে অবশ্য আট সপ্তাহের ব্যবধান থাকার কথা।

কীর্তন টু-র সিনেমা হলে আর টিভিতে মুক্তির ব্যবধান মাত্র দুই সপ্তাহ, নতুন ট্রেন্ড?

| Edited By: Bhaswati Ghosh

Dec 31, 2025 | 1:13 PM

স্টার জলসায় ‘কীর্তন টু’ দেখানো হবে ১৮ জানুয়ারি। আবার নতুন বছর পড়ার আগেই ঘোষণা করে দেওয়া হলো, ৯ জানুয়ারি বাংলার সিনেমা হলে আসবে এই ছবি। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী একটা ছবির সিনেমা হলে মুক্তি আর ওটিটি রিলিজের মধ্যে অবশ্য আট সপ্তাহের ব্যবধান থাকার কথা।

সেই কারণে ‘কীর্তন টু’-র সিনেমা হলে মুক্তি ঘিরে কি কোনও জটিলতা তৈরি হতে পারে? প্রযোজনা সংস্থা ক্যামেলিয়ার তরফে নীল রতন দত্ত TV9 বাংলাকে জানালেন, ”আমরা ৯ জানুয়ারি ছবিটা সিনেমা হলে রিলিজ করছি। রাজ্য সরকারের যে নিয়ম রয়েছে ছবি মুক্তির, তা মেনেই রিলিজ করছি। ‘কীর্তন’ স্টার জলসায় ভীষণ ভালো ফল করেছিল। সেই কারণে তার সিক্যুয়েলের স্বত্ব চ্যানেল কিনতে চেয়েছিল। এই মুহূর্তে টলিউডে যতগুলো ছবি তৈরি হচ্ছে, তার আশি শতাংশই চ্যানেলকে স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হচ্ছে। সেখানে আমরা যে স্ট্র্যাটেজি তৈরি করেছি চ্যানেলের সঙ্গে, তা নতুন ট্রেন্ড সেট করবে। একসঙ্গে প্রচারের কারণে ছবিটা চ্যানেলে যেমন রেটিং দেবে, তেমনই সিনেমা হলে দর্শকরা আসবেন।”

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের তরফে কি কোনও অসুবিধার কথা জানানো হয়েছে? ”আমাদের লিখিতভাবে কোনও অসুবিধার কথা জানানো হয়নি। যদি সেরকম কিছু জানানো হয়, তখন ভেবে দেখব, কী করা যায়।” ৯ জানুয়ারি অঙ্কুশ আর ঐন্দ্রিলা অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটিও মুক্তি পাচ্ছে। শ্বশুর আর বউমার লড়াই নিয়ে ছবি ‘কীর্তন’। নতুন ছবিটাতেও শ্বশুর-বউমা জুটির রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।