‘অনেকেই ভেবেছিল আমি মিথ্যে বলছি…’, যশকে নিয়ে কী রটে? সত্যি সামনে আনেন নায়ক

কত কী রটে, কত কী ঘটে, তার কিছুটা সামনে আসে, কিছুটা আবার অন্ধকারেই থেকে যায়। সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেতা যশ দাশগুপ্তও। একবার অপুর সংসার টক শো-তে এসে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই কাহিনি শেয়ার করে নেন তিনি। 

অনেকেই ভেবেছিল আমি মিথ্যে বলছি..., যশকে নিয়ে কী রটে? সত্যি সামনে আনেন নায়ক

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 22, 2025 | 2:01 PM

যশ দাশগুপ্ত, টলিপাড়ার এই অভিনেতার মহিলা অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। বেশ কিছু ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে ইন্ডাস্ট্রিতে পা রাখলে জীবনে কত রকমের অভিজ্ঞতাই না হয়। কত কী রটে, কত কী ঘটে, তার কিছুটা সামনে আসে, কিছুটা আবার অন্ধকারেই থেকে যায়। সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেতা যশ দাশগুপ্তও। একবার অপুর সংসার টক শো-তে এসে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই কাহিনি শেয়ার করে নেন তিনি।

যশের নাকি ভীষণ বায়নাক্কা? এমনটাই শোনা যায়, তা কী সত্যি? প্রশ্ন করেন শাশ্বত। উত্তরে অভিনেতা বলেন, “কিছু জিনিস রটেছিল, আবার কিছু জিনিস ছিল না– বলব না, আছে। যেহেতু আমি মুম্বইয়ে কাজ করেছি, সেহেতু, আমায় যদি কেউ কোনও কথা দাও, তাহলে সেটা রেখো। মানে কেউ যদি কোনও কথা দিয়ে, কথা না রাখে সেটা আমার জন্যে সমস্যার। সেটাকে আমি ট্যানট্রাম বলব না। তুমি আমায় ৯টায় ছাড়বে বলেছো, তাহলে ছেড়ে দাও। নয়তো আমি বেরিয়ে যাব। নইলে তুমি বলে দাও ১০টা বাজবে। আমি থাকবো। কিন্তু শেষ মুহূর্তে বলো না।”

এখানেই শেষ নয়, তিনি রটনা প্রসঙ্গে আরও বলেন, “শুটিং করতে গিয়ে অনেকেই আমার বিষয় অনেক কিছু বলেছে। একটা সময় আমি টিভি করতাম। আমার হাতটা পুড়ে গিয়েছিল। টিভিতে যেটা করা হয়, ঘুরিয়ে দেখানো হয, চরিত্র বাইরে চলে গিয়েছে…। তখন অনেকেই ভেবেছিল আমি মিথ্যে বলছি, আমার হাতে কিছুই হয়নি, কিন্তু এটা শুট করতে গিয়েই হয়েছিল। সেই কারণেই আমি হাতটাকে ঠিক করাইনি।”