
সম্প্রতি টলিউডের প্রযোজক শ্যাম সুন্দর দে অভিযোগ করেছেন, নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় আর তাঁর বর কুণাল বর্মা গোয়ার রাস্তা থেকে প্রযোজককে আটক করে তাঁকে মানসিক আর শারীরিকভাবে নির্যাতন করেছেন। হুমকি দিয়েছেন টাকা নেওয়ার জন্য। দু’ পক্ষের মধ্যে অবশ্য ব্যবসা সংক্রান্ত মতবিরোধ হয়েছে, তা স্বীকার করেছেন শ্যাম।
এবার ফেসবুকে মুম্বইয়ের এক নায়িকা, যার পদবি বন্দ্যোপাধ্যায়, তাঁর নামে অভিযোগ করেছেন অনিরুদ্ধ চক্রবর্তী। অনিরুদ্ধর দাবি, ”বাঙালি অভিনেত্রী মুম্বইতে বর্তমানে রয়েছেন। তিনিও আমার খুব পরিচিত একজনের প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ করলেন এবং আমারও প্রাপ্য অর্থ দিলেন না। যারা আমার কথায় ৩ মাস কাজ করল তাদের সাথে চিটিংবাজি করে কাজ মিটে যাওয়ার পর সরিয়ে দিলেন। মুম্বইতে দুর্গাপুজো করলেন, লোককে তার প্রাপ্য টাকাও দিলেন না, কাজ হওয়ার পর টাকা চাওয়ার শেষ দিনেও দেখা করলেন না , একটি ৫ লক্ষ টাকার চেক দিলেন । পরে ২ মাস পর কথা বলতে গেলে তিনি এক বড় রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে কথা বলিয়ে থামিয়ে দিলেন!!! দিনের শেষে তার পদবি ব্যানার্জি! কী দিন এলো ! টাকা না দিয়ে বড় ভাবে আমাকে বললেন আমি নাকি নিজেরটা গুছিয়ে নিয়েছি !!! আজ যারা আমার মুখ চেয়ে কাজ করল তাদের কাছে আপনার স্বামীর ব্যাঙ্কের চেক পড়ে আছে ! মা দুর্গার নামে টাকা তুলেছেন তিনি, একটা ট্রাস্ট এর নামে কোম্পানি করলেন। এখন লোকের কাছে বাঁচার জন্য নিজে সর্বশান্ত হওয়ার মিথ্যে নাটক করছেন। কথায় আছে না – পাপ বাপকেও ছাড়ে না ! চোর ডাকাত ধরা পড়েছে !”
এই ফেসবুক পোস্টে নায়িকার নাম করেননি লেখক। তবে পূজা বন্দ্যোপাধ্যায় আরও কিছু নায়িকার মতো গত বছর মুম্বইতে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলেন। তাই সোশ্যাল মিডিয়াতে অনেকে দুইয়ে-দুইয়ে চার করছেন। অভিযুক্ত নায়িকার তরফে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্য কোনও বিবৃতি দেওয়া হয়নি।