আবার একটি বিচ্ছেদ, টলিপাড়ায় তা নিয়ে চর্চা চলছে!

টলিপাড়ায় বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। বাংলা টেলিভিশনে কাজ করার সূত্রে আলাপ, এমন এক অভিনেতা-অভিনেত্রী বিচ্ছেদ ঘোষণা করেছেন সম্প্রতি। এর বাইরেও টলিপাড়ায় তিনটে বিচ্ছেদ নিয়ে চর্চা চলছে। সকলেই যে আইনি পথে বিচ্ছেদ করছেন এমন নয়। হয়তো বিচ্ছেদ ঘোষণা করেননি। তবে দম্পতির বাড়ি আলাদা হয়ে গিয়েছে।

আবার একটি বিচ্ছেদ, টলিপাড়ায় তা নিয়ে চর্চা চলছে!

| Edited By: Bhaswati Ghosh

Jul 08, 2025 | 7:27 AM

বড়পর্দা বা ছোটপর্দায় দেখা যায় এমন বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীর বিয়ে ভেঙেছে সম্প্রতি। টলিপাড়ায় কাজের সঙ্গে যুক্ত, যদিও ক্যামেরার পিছনে গুরুত্বপূর্ণ কাজ করেন, এমন একজনের বিয়ে ভাঙার খবর নিয়ে চর্চা চলছে টলিপাড়ায়। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। দু’-তিন বছর বিয়ের পরই বিচ্ছেদ হতে পারে এমন নয়। বিয়ের অনেক বছর হয়ে গিয়েছে। সন্তানকে নিয়ে বহু ভালো সময় কাটিয়েছেন দু’ জনে। তবে এখন কোনও কারণে সম্পর্কের মধ্যে উষ্ণতার অভাব।

দম্পতির এক ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, ”সন্তানের প্রতি যত্নবান তাঁরা। সেই কারণে আইনি পথে বিচ্ছেদ হবে কিনা বা তার ঘোষণা হবে কিনা, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে বিচ্ছেদের প্রবণতা যে দেখা যাচ্ছে, সেটা একেবারেই ঠিক। হয়তো ঠিক সময়ে বিচ্ছেদ ঘোষণা করে দিতে পারেন তাঁরা।”

টলিপাড়ায় বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। বাংলা টেলিভিশনে কাজ করার সূত্রে আলাপ, এমন এক অভিনেতা-অভিনেত্রী বিচ্ছেদ ঘোষণা করেছেন সম্প্রতি। এর বাইরেও টলিপাড়ায় তিনটে বিচ্ছেদ নিয়ে চর্চা চলছে। সকলেই যে আইনি পথে বিচ্ছেদ করছেন এমন নয়। হয়তো বিচ্ছেদ ঘোষণা করেননি। তবে দম্পতির বাড়ি আলাদা হয়ে গিয়েছে। একসঙ্গে থাকার উত্‍সাহ হারিয়ে ফেললে তখন সেই সম্পর্ক ভবিষ্যতে টিকবে কিনা, তা নিয়ে সংশয় থাকে। অনেকের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেও আঁচ করা যায়, জীবনে কী চলছে। আগে দম্পতি একসঙ্গে ছবি দিতেন, কিন্তু এখন সেসবের পাঠ চুকেছে, এমনটা দেখার পর খোঁজ নিলেও জানা যাচ্ছে, বিচ্ছেদের মেঘ ঘনাচ্ছে।