‘আজকের পর দেবলীনাকে নিয়ে…’, সায়কের দাদা কী নির্দেশ দিলেন

গায়িকা দেবলীনা নন্দী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পরিবারের দাবি। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিস্তর জলঘোলা হয়েছে। অভিনেতা, ব্লগার সায়ক প্রথম হাসপাতাল থেকে ভিডিয়ো করে জানান, দেবলীনার এমন অবস্থার কথা। ক্রমশ দেবলীনার সঙ্গে সায়কের পরকীয়া নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।

আজকের পর দেবলীনাকে নিয়ে..., সায়কের দাদা কী নির্দেশ দিলেন

| Edited By: Bhaswati Ghosh

Jan 08, 2026 | 12:48 PM

গায়িকা দেবলীনা নন্দী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পরিবারের দাবি। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিস্তর জলঘোলা হয়েছে। অভিনেতা, ব্লগার সায়ক প্রথম হাসপাতাল থেকে ভিডিয়ো করে জানান, দেবলীনার এমন অবস্থার কথা। ক্রমশ দেবলীনার সঙ্গে সায়কের পরকীয়া নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সায়কের দাদা ফেসবুকে এসে লিখলেন, ”আজকের পর থেকে দেবলীনাকে নিয়ে কোনও কমেন্ট, কোনও বাইট, আপাতত কোনও ভিডিও আমি যেন না দেখি । সোশ্যাল মিডিয়া বৃহৎ খাপ পঞ্চায়েতের জায়গা । এখানে কলতলার ঝগড়া সবার জন্য নয় । যে যা বলার বলুক, আমি এটা নিয়ে তোর দিক থেকে আর একটা কিছু যেন না শুনি । কোনও নেগেটিভ কমেন্টের রিপ্লাই আর না । সব রাষ্ট্র যখন হচ্ছে, সবার সামনেই এই বারণটাও থাকল ।” দাদার এই কথা শুনে সম্মতি জানিয়েছেন সায়ক।

এর আগে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে সায়ক বলেছিলেন, ”দেবলীনা আমার বন্ধু। যাঁরা রুচিসম্পন্ন, তাঁরা এই সম্পর্কটাকে সেভাবেই দেখবেন। অনেকে হয়তো মনে করেন, বন্ধু মানেই টুক করে একটু ‘করে’ আসি। অনেকের হয়তো বাড়িতে বর বা বউ থাকার পরও বন্ধুর সঙ্গে ছোকছোকানির সম্পর্ক। তবে আমি সেরকম নই। আমার ওরকম মেয়ে দেখলেই ছোকছোকানি হয় না। কোনও মাসিমা, বৌদি, কেউ বলতে পারবেন না আমি তাঁকে অশালীন কোনও মেসেজ করেছি রাতে। আমার দেবলীনার বিয়ে ভাঙার হলে আগেই ভাঙতাম। তা হলে ওর বিয়েতে গিয়ে আমি কেন নাচতাম?”