স্বস্তিকার ধারাবাহিক এক নম্বরে, প্রথম পাঁচ থেকে ছিটকে গেল কারা!

স্বস্তিকা দত্ত অভিনীত 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিক এই সপ্তাহে এক নম্বর জায়গা দখল করে নিল। বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে নির্দিষ্ট সপ্তাহে অপেক্ষাকৃত নতুন এই ধারাবাহিক পেয়েছে ৭.২ রেটিং। কয়েক সপ্তাহ ধরে দর্শকরা দেখছেন এই ধারাবাহিক। বিপরীতে রয়েছে আমাদের 'দাদামণি' ধারাবাহিকটা। সেই ধারাবাহিক পেয়েছে ৫.৮। মানে এখন স্লট লিডার হিসাবে পাকা জায়গা করে নিল স্বস্তিকা দত্তর ধারাবাহিক।

স্বস্তিকার ধারাবাহিক এক নম্বরে, প্রথম পাঁচ থেকে ছিটকে গেল কারা!

| Edited By: Bhaswati Ghosh

Jan 02, 2026 | 4:27 PM

স্বস্তিকা দত্ত অভিনীত ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিক এই সপ্তাহে এক নম্বর জায়গা দখল করে নিল। বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে নির্দিষ্ট সপ্তাহে অপেক্ষাকৃত নতুন এই ধারাবাহিক পেয়েছে ৭.২ রেটিং। কয়েক সপ্তাহ ধরে দর্শকরা দেখছেন এই ধারাবাহিক। বিপরীতে রয়েছে আমাদের ‘দাদামণি’ ধারাবাহিকটা। সেই ধারাবাহিক পেয়েছে ৫.৮। মানে এখন স্লট লিডার হিসাবে পাকা জায়গা করে নিল স্বস্তিকা দত্তর ধারাবাহিক।

একই ভাবে প্রথম হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ৭.১ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের দারুণ ফল। রণিতা দাস অভিনীত এই ধারাবাহিক পেল ৬.৯। এই সপ্তাহে ‘পরিণীতা’ কিছুটা পিছিয়ে গিয়েছে। চার নম্বর জায়গায় আছে ধারাবাহিকটা ৬.৮ রেটিং পেয়ে। প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। ৬.৪ রেটিং দখলে রেখেছে এটা।

স্লট লিডার থাকতে পারলো না ‘চিরদিনই তুমি যে আমার’। ‘লক্ষ্মী ঝাঁপি’ টেক্কা দিয়েছে এই ধারাবাহিককে। আবার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, ‘ভোলে বাবা পার করেগা’-র মতো ধারাবাহিক স্লট লিডার হতে পারছে না। ‘বেশ করেছি প্রেম করেছি’-র শুরুটা ভালো হলেও, এখন রণিতার ধারাবাহিকের কাছে পিছিয়ে পড়েছে সেটি। লক্ষণীয় ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিক স্লট লিডার হলো ৬ রেটিং পেয়ে। পিছিয়ে গিয়েছে ‘চিরসখা’।

৬ রেটিংয়ের কম পেয়েছে যেসব ধারাবাহিক, তারা প্রথম পাঁচ থেকে ছিটকে গেল। সামনে বাংলার দুই নামী বিনোদন চ্যানেলে তিন থেকে চারটে নতুন ধারাবাহিক লঞ্চ হবে। তাই কোন-কোন ধারাবাহিকের শুটিং বন্ধ হবে, সেদিকে নজর থাকবে।