২০১৯ সালে ‘লাল সিং চাড্ডা’র ঘোষণা করেন মিস্টার পারফেকশনিস্ট। তারপর থেকেই দর্শকের ছবি নিয়ে উন্মাদনা বাড়ছে। রিলিজের তারিখও ঠিক ছিল, গতবছর ক্রিসমাস। তবে প্যান্ডেমিকের কারণে পিছিয়েছে ফিল্ম।
খবর ছিল, তামিল সুপারস্টার বিজয় সেতুপতি থাকছেন ‘লাল সিং চাড্ডা’য়। কিন্তু শেষমেশ তিনি বেরিয়ে যান। শোনা যাচ্ছে বিজয়ের পরিবর্তে তাঁর জুতোতে পা গলাতে চলেছেন তেলেগু স্টার নাগা চৈতন্য।
আরও পড়ুন টুইটারে ‘মমতা সরকার’কে এক হাত নিলেন চণ্ডীতলার বিজেপি প্রার্থী
বিজয় সেতুপতিকে প্রস্তাব করা চরিত্রে অভিনয় করবেন নাগা। এ বছর মে মাসে শুরু হতে চলেচে তাঁর শুটিং। যদি এ খবর সত্যি হয়, তাহলে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে বলিউড ডেবিউ করতে চলেছেন নাগা চৈতন্য।
স্পষ্টত, ‘লাল সিং চাড্ডা’র নির্মাতারা খুব শীঘ্রই তাঁদের ছবিতে নাগা চৈতন্যের উপস্থিতির বিষয়ে ঘোষণা করতে চলেছে।
এর আগে, আমির খান অভিনীত এই ছবি থেকে চলে যাওয়ার কারণ প্রকাশ করে বিজয় সংবাদমাধ্যমকে বলেন, “কোভিড সংক্রমণ শুরু হয়। এটি আমাদের সমস্ত পরিকল্পনা বাতিল করে দিয়েছিল। লকডাউনের পরে, আমার পাঁচটি তেলুগু প্রোজেক্ট নির্মাণের পর্যায়ে ছিল। আমি আমার সময়সূচীতে ‘লাল সিং চাড্ডা’র শিডিউল সামলাতে পারিনি”
‘লাল সিং চাড্ডা’র পরিচালক অদ্বৈত চন্দন। ছবিটি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কস অভিনীত ‘দ্য ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল অ্যাডাপটেশন। আমির ছাড়াও ছবিতে রয়েছেন করিনা কাপুর খান ও মোনা সিং।