বাংলাদেশে পরী মণির ঝুলন্ত দেহ উদ্ধার? কোন সত্যি সামনে এল?

১০,০০০ মানুষ সত্যিটা জানতে ফেসবুকে যোগ দেওয়ার পর পরী মণি বলেন, ''চার বছর আগে যা বলেছিলাম, সে কথাই বলছি। আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি। কোনওভাবেই আত্মহত্যার পথ বেছে নেব না। আমার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে এমন খবর রটিয়ে দিয়ে কোনও লাভ হবে না। আবারও বলছি, যদি দেখেন হঠাত্‍ আমার মৃত্যু হয়েছে, জানবেন আমাকে খুন করা হয়েছে। আত্মহত্যা করিনি।''

বাংলাদেশে পরী মণির ঝুলন্ত দেহ উদ্ধার? কোন সত্যি সামনে এল?

| Edited By: Bhaswati Ghosh

May 19, 2025 | 9:19 PM

বাংলাদেশে খবর রটে গিয়েছে যে নায়িকা পরী মণির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে! এমন খবর ছড়িয়ে পড়তেই ফেসবুক লাইভে এলেন নায়িকা। প্রথমেই তিনি মজার ছলে বললেন, এই লাইভ একটা ভূত করছে। কারণ মারা যাওয়ার পর তিনি ভূত হয়ে গিয়েছেন। ১০,০০০ মানুষ যাতে ফেসবুক লাইভে যোগ দেন, তার জন্য অপেক্ষা করছিলেন পরী মণি।

১০,০০০ মানুষ সত্যিটা জানতে ফেসবুকে যোগ দেওয়ার পর পরী মণি বলেন, ”চার বছর আগে যা বলেছিলাম, সে কথাই বলছি। আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি। কোনওভাবেই আত্মহত্যার পথ বেছে নেব না। আমার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে এমন খবর রটিয়ে দিয়ে কোনও লাভ হবে না। আবারও বলছি, যদি দেখেন হঠাত্‍ আমার মৃত্যু হয়েছে, জানবেন আমাকে খুন করা হয়েছে। আত্মহত্যা করিনি।”

নায়িকা যোগ করেছেন, ”আসলে অন্য কোনও ইস্যু থেকে নজর ঘোরাতে পরী মণিকে টেনে আনা হয়। আগে আমার আর একটা বিয়ের খবর করে দেওয়া হতো। এখন আর সেটা সম্ভব হচ্ছে না। তাই মেরে ফেলা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশের স্বনামধন্য একজন শিল্পীর সঙ্গে কী করা হচ্ছে এই মুহূর্তে। সেটা কাম্য নয়।” পরী মণির এই কথা থেকেই স্পষ্ট নায়িকা নুসরত ফারিয়া গ্রেফতার হওয়ার পর নায়িকা নুসরতের পাশে দাঁড়াতে চাইছেন।

লক্ষণীয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে একাধিক অভিনেতা-অভিনেত্রী পড়েছেন সমস্যায়। ভারতে যাঁরা এর মধ্যে কাজ করতে এসেছেন, যেমন পরী মণি, জিয়াউল ফারুক অপূর্ব বা চঞ্চল চৌধুরীর মতো তারকারা, তাঁরা আবার কবে ভারতে কাজ করতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।