‘বাচ্চা বয়সে এই মেয়ে, ওই মেয়ে, সেই মেয়ে…’, বনির কোন সত্যি ফাঁস করলেন কৌশানী?

বনিকে পাশে বসিয়েই কৌশানী বলছেন, ''বাচ্চা বয়সে আমরা তো বেশিরভাগ সময় পড়াশোনা করে কাটাই। বনির ক্ষেত্রে কী হতো? এই মেয়ে, ওই মেয়ে, সেই মেয়ে। ওঁর আবার একটা ব্যাপার আছে। ও খুব বড় মনের মানুষ। কোনও জাতপাত এইসব বিভেদ ও রাখে না। যে আসবে এসো। ওঁর দরবারে সবার জায়গা রয়েছে!''

বাচ্চা বয়সে এই মেয়ে, ওই মেয়ে, সেই মেয়ে..., বনির কোন সত্যি ফাঁস করলেন কৌশানী?

| Edited By: Bhaswati Ghosh

May 04, 2025 | 8:47 AM

টলিপাড়ায় বনি সেনগুপ্ত আর কৌশানী মুখোপাধ্যায়ের প্রেমের কথা কারও অজানা নয়। ‘কিলবিল সোসাইটি’ ছবির জন্য এই মুহূর্তে কৌশানী চর্চায়। তাই বনি-কৌশানীর একটা পুরোনো সাক্ষাত্‍কার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে বনিকে পাশে বসিয়েই কৌশানী বলছেন, ”বাচ্চা বয়সে আমরা তো বেশিরভাগ সময় পড়াশোনা করে কাটাই। বনির ক্ষেত্রে কী হতো? এই মেয়ে, ওই মেয়ে, সেই মেয়ে। ওঁর আবার একটা ব্যাপার আছে। ও খুব বড় মনের মানুষ। কোনও জাতপাত এইসব বিভেদ ও রাখে না। যে আসবে এসো। ওঁর দরবারে সবার জায়গা রয়েছে!” বনি অবশ্য পাশে বসে জিভ কেটেছেন একবার, কৌশানীর এমন কথা শুনে।

লক্ষণীয় গত বছর থেকে কৌশানীর কেরিয়ারে সাফল্য তুঙ্গে। রাজ চক্রবর্তীর সিরিজ ‘আবার প্রলয়’-এ নজর কেড়েছেন। এরপর ২০২৪-এ যখন ‘বহুরূপী’ সুপারহিট হয়, তখন থেকেই কৌশানী দর্শকদের ভালবাসা পেয়েছেন। কৌশানীর গান ট্রেড করছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তাঁর বন্ধু বনি সেনগুপ্ত এমন কোনও হিট পাননি। এই বিষয় নিয়ে আলোচনার সময় TV9 বাংলার তরফ থেকে বনিকে প্রশ্ন করা হয়, তাঁরা দু’জনেই সমবয়সী, কেরিয়ারেও তাঁরা প্রায় সমসাময়িক, সেখানে যখন কৌশানীর এই সাফল্য এসেছে, তখন কী বনির হিংসা হয়?

এই প্রশ্নের উত্তরে বনি হেসে বলেন, “আমি এমন একটি পরিবারে বড় হয়েছি, যা মূলত সিনেমা জগতের সঙ্গে যুক্ত। আমার বাবা পরিচালক, মা অভিনেত্রী। আমি ছোটবেলা থেকে দেখেছি, শিখেছি জীবনের ওঠাপড়ার লড়াইটা। বাবার সমস্যায় মাকে পাশে থাকতে দেখেছি, আবার বাবাকে দেখেছি মায়ের সাফল্যে আনন্দ করতে। তাই কৌশানীর ‘বহুরূপী’র সাফল্যে আমি খুব খুশি। ‘কিলবিল সোসাইটি ‘র প্রথম গান মুক্তির সঙ্গে-সঙ্গে কৌশানীকে মেসেজ করি। যদিও কৌশানীর এত কান্নাকাটি দেখে আমার বেশ দেখে মনখারাপ হয়েছে। কৌশানীর সাফল্যে আমি সত্যি খুশি।”